Bengali Science GK Mock Test

1. ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোন্‌টি?
(A) Hg
(B) Mg
(C) AL
(D) Cl2

2. কোন্ কোন্ পদার্থের দ্বারা কাঁসা তৈরি?
(A) Cu ও Zn
(B) Cu, Su ও Mg
(C) Cu ও Sn
(D) Cu, Sn ও Al

3. কোন্ গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত?
(A) মিথেন
(B) ইথেন
(C) বিউটেন
(D) প্রোপেন

4. কোন্‌টি উড্ স্পিরিট নামে পরিচিত?
(A) C2H5OH
(B) C2H5-O-C2H5
(C) CH3OH
(D) কোনোটাই নয়

5. কোন্‌টি ঘুমের ঔষধ তৈরি করতে ব্যবহৃত হয়?
(A) অ্যামোনিয়াম সালফেট
(B) কলিচুন
(C) সোডিয়াম কার্বনেট
(D) ইউরিয়া

6. ক্রাইওলাইট কোন্ ধাতুর আকরিক?
(A) Al
(B) Mg
(C) Zn
(D) Hg

7. জৈবযৌগ নামকরণ করার পদ্ধতিকে কী বলে?
(A) I.U.P.A.C.
(B) I.K.P.A.C.
(C) I.D.P.A.C.
(D) I.L.P.A.C.

8. ফর্মিক অ্যাসিডের সঙ্কেত কী?
(A) CH3COOH
(B) HCOOH
(C) H3COOH
(D) HCHO

9. অ্যারোমা (aroma) শব্দটির অর্থ কী?
(A) বর্ণ
(B) গন্ধ
(C) গঠন
(D) আকার

10. ন্যাপথালিনের সঙ্কেত কোন্‌টি?
(A) C11H8
(B) C10H8
(C) C9H10
(D) C9H7

11. সবচেয়ে উচ্চমানের কয়লা কোন্‌টি?
(A) অ্যানথ্রাসাইট
(B) পিট
(C) বিটুমিনাস
(D) লিগনাইট

12. শুষ্ক বরফ (Dry ice) আসলে কী?
(A) NH3
(B) H2O
(C) H2SO4
(D) CO2

13. সাদা P-এর জন্য কোন রোগ হয়?
(A) গ্যাংগ্রিন
(B) কুষ্ঠ
(C) ক্যান্সার
(D) ফসিজ

14. প্রশম দ্রবণের pH কত?
(A) 6
(B) 8
(C) 5
(D) কোনোটাই নয়

15. কোন্‌টি জারক পদার্থ?
(A) H2S
(B) S
(C) HBr
(D) SO2

16. প্রাকৃতিক (অকৃত্রিম) মৌলের মোট সংখ্যা কত?
(A) 105
(B) 92
(C) 87
(D) 81

17. সমুদ্রের জলের গড় লবণাক্ততা কত?
(A) 2.5%
(B) 3.5%
(C) 2%
(D) 3%

18. “ওয়াট” কীসের একক?
(A) ত্বরণ
(B) বল
(C) কার্য
(D) ক্ষমতা

19. কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি?
(A) 100°C
(B) 50°C
(C) 0°C
(D) 4°C

20. রম্বিক সালফারের কয়টি তল থাকে?
(A) 8
(B) 6
(C) 7
(D) 9

Bengali Science GK Old Papers
Objective Questions Previous Papers
MCQs Sample Question
Mock Test Model Set
Important Question

21. আলট্রামেরিনের রং কী?
(A) সাদা
(B) কালো
(C) নীল
(D) হলুদ

22. কোন্ অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়?
(A) HCI
(B) HNO3
(C) HI
(D) H2SO4

23. খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক কেমন হয়?
(A) কমে
(B) বাড়ে
(C) একই থাকে
(D) নির্দিষ্ট করে কিছু বলা যায় না

24. সার্বজনীন মহাকর্ষের সূত্রের প্রবর্তক কে?
(A) গ্যালিলিয়ো
(B) কেপলার
(C) কোপারনিকাস
(D) নিউটন

25. বল x সময় হল—
(A) বেগ
(B) নিউটন
(C) ঘাত
(D) শক্তি

26. 6.023×1023 টি অক্সিজেন অণুর ওজন কত?
(A) 16 গ্রাম
(B) 8 গ্রাম
(C) 32 গ্রাম
(D) 48 গ্রাম

27. পরমাণুর ব্যাসার্ধ সাধারণত কত মানের হয়?
(A) 10-14m
(B) 10-6m
(C) 10-10m
(D) 10–15 m

28. বায়ুতে শব্দের বেগ—
(A) 329 মি/সে.
(B) 330 মি/সে.
(C) 331 মি/সে.
(D) 365 মি/সে.

29. বজ্ৰবহ কী?
(A) বজ্রপাত হতে দেয় না।
(B) বজ্রকে আবার আকাশে ফিরিয়ে দেয়
(C) বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে
(D) বজ্রকে বহন করে নিয়ে যায়।

30. আর্থ তারের রোধ কেমন?
(A) শূন্য
(B) কম
(C) বেশি
(D) মাপযোগ্য নয়

31. শব্দের তীক্ষ্ণতা কীসের দ্বারা বোঝা যায় ?
(A) স্টিলে
(B) প্রাবল্য
(C) গতি
(D) কম্পাঙ্ক

32. মোলার ঘনত্বের একক কী?
(A) আয়তন
(B) ভর
(C) উষ্ণতা
(D) আয়তন ও উষ্ণতা

33. চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কী কী?
(A) কিগ্রা/লিটার
(B) পাউন্ড/লিটার
(C) গ্রাম/লিটার
(D) গ্রাম-অণু/লিটার

34. কোন্ গ্যাসের চাপ P =F/A, F= প্রযুক্ত বল হলে A = ?
(A) ক্ষেত্রফল
(B) আয়তন
(C) উষ্ণতা
(D) কাঠিন্য

35. PV = RT সমীকরণের নাম কী?
(A) বয়েল সমীকরণ
(B) উষ্ণতার সমীকরণ
(C) চার্লস সমীকরণ
(D) অবস্থার সমীকরণ

36. কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
(A) HCI
(B) জল
(C) তেল
(D) গ্লিসারিন

37. কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে কী দ্বিগুণ হয়?
(A) ত্বরণ
(B) ভরবেগ
(C) গতিশক্তি
(D) স্থিতিশক্তি

38. শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই কথাটি—
(A) ঠিক
(B) ভুল
(C) আংশিক ঠিক
(D) কোনোটাই নয়

39. বস্তুর বেগের পরিবর্তনের হারকে কী বলে?
(A) দ্রুতি
(B) বেগ

40. দুটি ভিন্ন ধরণের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?
(A) স্থির তড়িৎ
(B) প্রবাহী তড়িৎ
(C) D.C.
(D) A.C.

41. কোন নিয়মে বার্লোর চক্র কাজ করে?
(A) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
(B) E=mc2
(C) বল
(D) ত্বরণ

42. পরমশূন্য উচ্চতার মান কত?
(A) 0°C
(B) 0°F
(C) 100°F
(D) – 273°C

43. রৈখিক দ্রুতি = কৌণিক বেগ × ?
(A) ব্যাস
(B) ব্যাসার্ধ
(C) দৈর্ঘ্য
(D) চাপ

44. সবচেয়ে হাল্কা গ্যাস হল—
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) হাইড্রোজেন
(D) হিলিয়াম

45. পিতল তৈরি হয় কী কী উপাদানের মিশ্রণে?
(A) তামা, দস্তা
(B) অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ
(C) তামা, টিন
(D) দস্তা, ম্যাঙ্গানিজ

46. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী?
(A) হাইড্রোজেন সালফাইড
(B) নাইট্রাস অক্সাইড
(C) ফসফিন
(D) বেরিয়াম ক্লোরাইড

47. তেজষ্ক্রিয়তার আবিষ্কারক কে?
(A) মাদাম কুরি
(B) আইনস্টাইন
(C) জুলিও কুরি
(D) কুইরেল

48. বৃষ্টির জল—
(A) প্রশমিত
(B) ক্ষারীয়
(C) প্রোটিন
(D) আম্লিক

49. কোন্ ধাতুটি স্বাভাবিক অবস্থায় তরল আকারে থাকে?
(A) পারদ
(B) রেডিয়াম
(C) টাইটানিয়াম
(D) ইউরেনিয়াম

50. ফরমিক অ্যাসিড কোন্ পতঙ্গের দেহে বর্তমান?
(A) জোনাকি পোকা
(B) উইপোকা
(C) সবুজ মাছি
(D) লাল পিঁপড়ে