Kolkata Police Lady Constable Previous Year Question Papers
1. ওজোন স্তরে গর্ত তৈরির জন্য নিম্নলিখিত দূষণকারী উপাদানগুলির মধ্যে কোনটি দায়ী?
A. CO2
B. CFC
C. SO2
D. CH4
2. একটি রোগ প্রতিরোধের জন্য দুর্বল জীবাণুর ইনজেকশন হিসাবে পরিচিত-
A. স্থানান্তর
B. টিকাদান
C. ইনোকুলেশন
D. ইনটিমেশন
3. ‘দাস-কাপিটাল’-এর রচয়িতা নিচের মধ্যে কে?
A. রুশো
B. কার্ল মার্কস
C. চাণক্য
D. মন্টেস্কিউ
4. গ্রীন-হাউস প্রভাবের কারণ-
A. তাপমাত্রা বৃদ্ধি
B. বাতাসে আর্দ্রতা বৃদ্ধি
C. তাপমাত্রা হ্রাস
D. বাতাসে আর্দ্রতা হ্রাস
5. দুধে টক দই এর উদাহরণ-
A. স্যাপোনিফিকেশন
B. পুত্রবিন্যাস
C. গাঁজন
D. এস্টারফিকেশন
6. ফ্লাই অ্যাশ হল-
A. CO2
B. জৈব বিশেষ পদার্থ
C. ছোট ছাই কণা
D. NO2
7. চিকিত্সার আগে কাঁচা জলে ক্লোরিন যোগ করা হয়-
A. প্লেইন ক্লোরিনেশন
B. পোস্ট-ক্লোরিনেশন
C. প্রাক-ক্লোরিনেশন
D. সুপার-ক্লোরিনেশন
8. নিচের কোনটি জল শোধন কৌশল নয়?
A. বিপরীত অসমোসিস
B. আয়ন বিনিময়
C. ইলেক্ট্রো-ডায়ালাইসিস
D. ইলেক্ট্রোস্ট্যাটিক বৃষ্টিপাত
9. নিচের কোনটি ভারতের একটি প্রধান অন্দর বায়ু দূষণকারী?
A. ওজোন
B. পারক্সি অ্যাসিটাইল নাইট্রাইট (PAN)
C. কার্বন মনোক্সাইড
D. সালফার ডাই অক্সাইড
10. জালিয়ানওয়ালাবাগ গণহত্যা, 1919-এ ঘটেছিল-
A. মিরাট
B. পানিপথ
C. অমৃতসর
D. পাতিয়ালা
11. কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়?
A. 21 মার্চ
B. 22 মার্চ
C. 23 মার্চ
D. 24 মার্চ
12. সম্প্রতি চালু হওয়া জাতীয় বায়ু গুণমান সূচকের অধীনে কতগুলি দূষক পরিমাপ করা হয়?
A. ছয়
B. সাত
C. আট
D. দশ
14. রাউরকেলা স্টিল প্ল্যান্ট, পাবলিক সেক্টরে প্রথম সমন্বিত ইস্পাত প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়েছিল?
A. রাশিয়া
B. ব্রিটেন
C. জার্মানি
D. জাপান
15. ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত?
A. চৌদ্দ
B. ষোল
C. আঠারো
D. বিশ
16. ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. তামিলনাড়ু
D. অন্ধ্রপ্রদেশ
17. ফল ও সবজির জন্য এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার _?
A. আজাদপুর মান্ডি
B. যশবন্তপুর মান্ডি
C. মৌর মান্ডি
D. ভাওয়ানি মান্ডি
18. অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম কি?
A. অমরাবতী
B. বদরাচালা
C. কৃষ্ণ নগর
D. বর্ষবতী
19. স্যার রিচার্ড হ্যাডলি পদক কোন দেশের সর্বোচ্চ ক্রিকেট সম্মান?
A. অস্ট্রেলিয়া
B. ইংল্যান্ড
C. নিউজিল্যান্ড
D. দক্ষিণ আফ্রিকা
20. অদুর গোপালকৃষ্ণ নিচের কোন ভাষার একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা?
A. মারাঠি
B. মালয়ালম
C. তেলেগু
D. হিন্দি
21. নিচের কোনটি বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি?
A. আমাজন
B. BleBay
C. আলিবাবা
D. ফ্লিপকার্ট
22. দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ প্রাপ্ত প্রথম মুখ্যমন্ত্রী কে?
A. প্রকাশ সিং বাদল
B. তরুণ গগৈ
C. ওকরাম ইবোবি সিং
D. মুকুল সাংমা
23. একটি স্নিকোমিটার কোন খেলার সাথে যুক্ত?
A. টেনিস
B. ক্রিকেট
C. হকি
D. ফুটবল
24. পঞ্চায়েত নির্বাচনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে কোন রাজ্য প্রথম হয়েছে?
A. কেরালা
B. গুজরাট
C. রাজস্থান
D. কর্ণাটক
25. প্রধানমন্ত্রী মোদী স্বেচ্ছায় হাল ছেড়ে দেওয়ার জন্য “গিভ ইট আপ” প্রচারণা শুরু করেছেন __?
A. তামাকজাত দ্রব্যের ব্যবহার
B. এলপিজি ভর্তুকি
C. ভাস্বর বাল্বের ব্যবহার
D. প্লাস্টিকের ব্যবহার
26. সম্প্রতি, কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে সীফুড পার্ক স্থাপনের অনুমোদন দিয়েছে?
A. ওড়িশা
B. পশ্চিমবঙ্গ
C. গুজরাট
D. তামিলনাড়ু
27. “ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি স্পিকারস পারস্পেকটিভ” বইটির লেখক কে?
A. আব্দুল কালাম
B. মীরা কুমার
C. সুমিত্রা মহাজন
D. প্রণব মুখার্জি
28. স্যার ভেঙ্কটরামন রামকৃষ্ণান তার কোন কাজের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন?
A. রাইবোসোম
B. কোষ বিভাগ
C. উদ্ভিদ হরমোন
D. DNA পুনর্মিলন
29. ‘সিঙ্গি ছাম’ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের লোকনৃত্য?
A. অরুণাচল প্রদেশ
B. সিকিম
C. ত্রিপুরা
D. নাগাল্যান্ড
30. ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A. ইন্দিরা গান্ধী
B. রাজীব গান্ধী
C. মোরারজি দেশাই
D. পি ভি নরসিমা রাও
31. বিশ্ব ভোক্তা অধিকার দিবস কোন তারিখে পালন করা হয়?
A. 14 মার্চ
B. 15 মার্চ
C. 16 মার্চ
D. 18 মার্চ
32. জাতিসংঘের নারীর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কোন দেশে নারী সংসদ সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি?
A. নেপাল
B. মঙ্গোলিয়া
C. রুয়ান্ডা
D. JUK
33. নিচের কোনটি সাবান, লোশন, ডিওডোরেন্ট এবং টুথপেস্টের মতো ব্যক্তিগত যত্ন পণ্যগুলিতে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ হিসাবে ব্যবহৃত হয়েছে?
A. ট্রাইক্লোকারবান
B. ক্লোরিন
C. বেনজয়েল পারক্সাইড
D. হাইড্রোজেন পারক্সাইড
34. লিপুলেখ পাস, ভারত ও চীনের মধ্যে অন্যতম বাণিজ্য পথ কোন রাজ্যে অবস্থিত?
A. হিমাচল প্রদেশ
B. অরুণাচল প্রদেশ
C. উত্তরাখণ্ড
D. সিকিম
35. বিশ্বের সবচেয়ে বেশি রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
A. চীন
B. ইন্দোনেশিয়া
C. থাইল্যান্ড
D. ভিয়েতনাম
36. বিউফোর্ট স্কেল _ নির্ধারণ করতে ব্যবহৃত হয়?
A. বাতাসের গতি
B. বাতাসের দিক
C. বাতাসে দূষণের মাত্রা
D. বাতাসে আর্দ্রতা
37. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ছাড়াও, নিচের কোনটি ভারতে এক শিংওয়ালা গন্ডারের আবাসস্থল?
A. জলদাপাড়া জাতীয় উদ্যান
B. বলফক্রম জাতীয় উদ্যান
C. গঙ্গোত্রী জাতীয় উদ্যান
D. হেমিস জাতীয় উদ্যান
38. অনির্দিষ্ট কালিতে (নির্বাচনের কালি) ব্যবহৃত রাসায়নিক কি?
A. সোডিয়াম নাইট্রেট
B. পটাসিয়াম নাইট্রেট
C. সিলভার নাইট্রেট
D. সিলভার আয়োডাইড
39. বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ কোনটি?
A. মালয়েশিয়া
B. ইন্দোনেশিয়া
C. ফিলিপাইন
D. চীন
40. নিচের কোনটি ন্যাশনাল জিওগ্রাফি দ্বারা প্রকাশিত বিশ্বের “শীর্ষ 10 নাইটলাইফ সিটি”-তে তালিকাভুক্ত হয়েছে?
A. নয়াদিল্লি
B. গোয়া
C. কেরালা
D. লাক্ষাদ্বীপ
41. নিচের কোন ব্যাঙ্ক মোবাইল ফোনে ভারতের প্রথম ডিজিটাল ব্যাঙ্ক ‘পকেট’ চালু করেছে?
A. অ্যাক্সিস ব্যাঙ্ক
B. HDFC ব্যাঙ্ক
C. ICICI ব্যাঙ্ক
D. Corporation Bank