Bengali Life Science GK Previous Year Question Papers

1. কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল –
(A) রাইবোজোম
(B) সেপ্টোজোম
(C) মাইটোকনড্রিয়া
(D) মাইক্রোটিউবিউল

2. প্রদত্ত কোন্‌টি যৌন জনন সম্পর্কিত সঠিক তথ্য?
(A) অপত্য জীবে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়
(B) অপত্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে না
(C) মাতৃদেহের হুবহু অপত্য সৃষ্টি হয়
(D) উন্নত প্রকার জীব সৃষ্টি হয় না

3. কোন্ জোড়টি সঠিক? –
(A) কোরকোগম–ইস্ট
(B) খণ্ডীভবন-কেঁচো
(C) রেণু উৎপাদন—অ্যামিবা
(D) পুনরুৎপাদন ড্রায়োপটেরিস

4. YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে?
(A) 1
(B) 2
(C) 3
(D) 41

5. বর্ণান্ধতার বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কতখানি?
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%

6. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোন্‌টি নিয়ন্ত্রিত হয় না?
(A) রোলার ভি
(B) হিমোফিলিয়া
(C) থ্যালাসেমিয়া
(D) কানের যুক্ত লতি

7. নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন্ নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোমবিশিষ্ট থাকে? –
(A) ডিম্বাণু
(B) প্রতিপাদ কোশ
(C) সহকারী কোশ
(D) নির্ণীত নিউক্লিয়াস

8. বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে –
(A) হোমোঅ্যালিল
(B) হেটারোঅ্যালিল
(C) জিনোটাইপ
(D) ফিনেটিহিপ

9. একটি বিশুদ্ধ কালো গিনিপিগের (BB) সঙ্গে একটি সংকর কালো (Bb) গিনিপিগের সংকরায়ণে F1 জনুতে শতকরা কত ভাগ সংকর কালো গিনিপিগ পাওয়া যাবে?
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%

10. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র পতঙ্গকে চেপে ধরে। এটি হল –
(A) কেমোন্যাস্টি
(B) সিসমোন্যাস্টি
(C) থার্মোন্যাস্টি
(D) ফোটোন্যাস্টি

11. পশ্চাদ্ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল –
(A) STH
(B) GTH
(C) TSH
(D) অক্সিটোসিন

12. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হল –
(A) কোরয়েড
(B) স্ক্লেরা
(C) করনিয়া
(D) রেটিনা

13. মাছের গমনের সময় দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে
(A) বক্ষ পাখনা
(B) শ্রেণি পাখনা
(C) পুচ্ছ পাখনা
(D) পৃষ্ঠ পানা

14. মিয়োসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো –
(A) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একই সঙ্গে বিভাজন ঘটে
(B) মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়
(C) জনিত্ব কোশ থেকে দুটি অপত্য কোশ সৃষ্টি হয়
(D) নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে

15. অর্ধবায়ব কাণ্ড দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল –
(A) আলু
(B) কচুরিপানা
(C) আদা
(D) পেঁয়াজ

16. সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো –
(A) বায়ুপরাগী – সূর্যমুখী
(B) জলপরাগী – ধান
(C) পতঙ্গপরাগী – পাতাঝাঝি
(D) পাখিপরাগী – পলাশ

17. সপুষ্পক উদ্ভিদের ভ্রুণস্থলীর কোন্ কোশ 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত। –
(A) পোলার নিউক্লিয়াস
(B) সস্য নিউক্লিয়াস
(C) নির্ণীত নিউক্লিয়াস
(D) ডিম্বাণু

18. মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় –
(A) শৈশবকালকে
(B) সদ্যোজাত দশাকে
(C) বয়ঃসন্ধিকে
(D) পরিণত দশাকে

19. নীচের কোন্‌টি প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো –
(A) বীজের আকার – গোলাকার
(B) ফুলের বর্ণ – বেগুনি
(C) কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা
(D) বীজের বর্ণ – সবুজ

20. RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো।
(A) দুই ধরনের
(B) এক ধরনের
(C) চার ধরনের
(D) তিন ধরনের

21. হোল্যানড্রিক জিন অবস্থান করে –
(A) X-ক্রোমোজোমে
(B) Y-ক্রোমোজোমে
(C) অটোজোমে
(D) কোনোটিই নয়

22. হিমোফিলিক মহিলার জিনোটাইপ হল –
(A) XhY
(B) XhXh
(C) XHXv
(D) XHXH

23. পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পত্তির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত?
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%

24. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার –
(A) ফোটোট্রপিক চলন
(B) কেমোন্যাস্টিক চলন
(C) কেমোট্যাকটিক চলন
(D) হাইড্রোট্যাকটিক চলন

25. অক্সিন সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো।
(A) বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে
(B) অগ্রস্থ প্রকটতা ঘটায়
(C) নাইট্রোজেনযুক্ত জৈব অ্যাসিড
(D) উদ্ভিদ অঙ্গের অকাল মোচন রোধ করে

26. বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে সেটি হল-
(A) ACTH
(B) ADH
(C) STH
(D) FSHI

27. নীচের কোন্ জোড়টি সঠিক
(A) প্রতিবর্ত ক্রিয়া – সুষুম্নাকাণ্ড
(B) বুদ্ধি – সেরিব্রাম
(C) স্মৃতিশক্তি – সেরিবেলাম
(D) শ্বাসক্রিয়া – মেডালা অবলংগাটা

28. তুমি তোমার দুটি হাত ভাঁজ না করে দুদিকে বিস্তৃত করলে। এই কাজে যে পেশি তোমাকে সাহায্য করল সেটি হল –
(A) ফ্রেন্সর
(B) এক্সটেনশর
(C) অ্যাডাকটর
(D) অ্যাবডাকটর

29. ফসফেট, পাঁচ কার্বনযুক্ত শর্করা ও যে-কেনো একটি স্কারমূলক নিয়ে তৈরি হয় –
(A) নিউক্লিওয়েড
(B) নিউক্লিওসাইড
(C) নিউক্লিওটাইড
(D) নিউক্লিক অ্যাসিড

30. বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন কোন্ প্রকার কোশ বিভাজনের তাৎপর্য? –
(A) অ্যামাইটোসিস
(B) মিয়োসিস
(C) মাইটোসিস
(D) দ্বিবিভাজন

31. প্লাসমোডিয়ামের সাইজন্ট দশায় যেরূপ বিভাজন দেখা যায় তা হল –
(A) পুনরুৎপাদন
(B) বহুবিভাজন
(C) খণ্ডীভবন
(D) দ্বিবিভাজন

32. একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগের ঘটনাকে বলে –
(A) জেনোগ্যামি
(B) গেইটোনোগ্যানি
(C) অ্যাপোগ্যামি
(D) অটোগ্যামি

33. জনন অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফূরণের যে দশায় তা হল –
(A) শৈশব
(B) বয়ঃসন্ধি
(C) বার্ধক্য
(D) সদ্যোজাত

34. মটর গাছের ওপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?
(A) জী ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
(B) গ্রেগর জোহান মেন্ডেল
(C) চার্লস ডারউইন
(D) স্ট্যানলি মিলার

35. তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ?
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%

36. এক অণু হিমোগ্লোবিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে?
(A) ২টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি

37. পিতা হিমোফিলিক ও মাতা বাহক হলে –
(A) সকল কন্যাই হিমোফিলিক হবে
(B) সকল পুত্রই হিমোফিলিক হবে
(C) 50% পুত্র হিমোফিলিক, 50% স্বাভাবিক পুত্র হবে
(D) পুত্র ও কন্যা উভয়েই হিমোফিলিক হবে

38. তীর্যক আলোকবর্তী চলন দেখা যায় –
(A) পাতায়
(B) মূলে
(C) কাণ্ডে
(D) ফুলে

39. একটি অন্ধকার ঘরে যদি একটি জোনালা খোলা থাকে এবং একটি গাছকে ঘরের মধ্যে জানালার কাছাকাছি রাখা যায়, দেখা যাবে গাছটির ডাল জানালা দিয়ে আসা আলোর দিকে বেঁকে বৃদ্ধি পাচ্ছে। এটি প্রধানত কোন্ হরমোনের ক্রিয়ার ফল ?
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) সাইটোকাইনিন
(D) ইথিলিন

40. বয়সন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় নিম্নলিখিত কোন্ হরমোনের জন্য? –
(A) থাইরক্সিন
(B) ইস্ট্রোজেন
(C) টেস্টোস্টেরন
(D) প্রোজেস্টেরন

41. নিউরোনের কোশদেহগুলি মিলিত হয়ে গঠন করে –
(A) নিউরোগ্লিয়া
(B) স্নায়ু
(C) স্নায়ুসন্ধি
(D) স্নায়ুপ্রন্থি

42. পায়রার ডানার পালককে বলে –
(A) রেমিজেস
(B) বার্ব
(C) বাবিউল
(D) রেকট্রিসেস

43. মাইটোসিস কোশ বিভাজনের বিপরীত দশা দুটি হল –
(A) মেটাফেজ–প্রোফেজ
(B) অ্যানাফেজ–টেলোফেজ
(C) টেলোফেজ–প্রোফেজ
(D) ইন্টারফেজ—অ্যানাফেজ

44. একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলে –
(A) অটোগ্যামি
(B) ক্রিস্টোগ্যামি
(C) গেইটোনোগ্যামি
(D) অ্যালোগ্যামি

45. কোন্ গ্রন্থিকে ‘বার্ধক্যের জৈব ঘড়ি’ বলা হয়?
(A) পিটুইটারি
(B) পিনিয়াল
(C) থাইমাস
(D) থাইরয়েড

46. জোড়কলমে উদ্ভিদের যে অংশটি মাটিতে থাকে তা হল –
(A) স্টক
(B) সিয়ন
(C) সাকার
(D) রাইজোম

47. কচুরিপানার অর্ধবায়বীয় কাণ্ডকে বলা হয় –
(A) ধাবক
(B) বজ্রধাবক
(C) ঊর্ধ্বধাবক
(D) খবৰ্ধাবক

48. মেন্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের F2 জনুতে কত ধরনের জিনোটাইপ দেখা যায়
(A) 1
(B) 3
(C) 4
(D) 9

49. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত হয় –
(A) 3:1
(B) 2:1:1
(C) 9:3:3:1
(D) 1:2:11

50. মানুষের অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বৈশিষ্ট্যটি হল –
(A) সংযুক্ত কানের লতি
(B) মুক্ত কানের লতি
(C) হিমোফিলিয়া
(D) বর্ণান্ধতা