Bengali Science GK Previous Year Question Papers

Bengali Science GK Previous Year Question Papers for the written examination is given below. Candidates who are looking for Bengali Science GK Previous Year question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Bengali Science General Knowledge Previous Year Question Papers pdf.

Free downloading links of the Bengali Science GK Previous Year Question Papers are provided here. Click on the enclosed links to get the Bengali Science GK Previous Year Question Papers PDF. Here, we provided the Bengali Science GK Previous Year Question Papers just as a reference for the preparation.

Bengali Science GK Previous Year Question Papers
Previous Year Question Papers on Science GK in Bengali

1. সি. জি. এস. পদ্ধতিতে কার্যের চরম একক হল-
(A) পাউন্ডাল
(B) আর্গ
(C) সেন্টিমিটার
(D) ফুট-পাউন্ডাল

2. তড়িৎ-সরবরাহের যন্ত্রকে কি বলে?
(A) ডায়নামো
(B) জেনারেটর
(C) স্টেবিলাইজার
(D) কোনোটি নয়

3. আর্যভট্ট হলেন একজন-
(A) ঐতিহাসিক
(B) গণিতবিদ ও জ্যোতির্বিদ
(C) লেখক
(D) কোনোটি নয়

4. ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কাকে বলা হয়?
(A) জগদীশচন্দ্র বসু
(B) ভেঙ্কটরমন
(C) প্রশান্তচন্দ্র মহলানবিশ
(D) কেউই নন

5. কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল জমে, এতে প্রমাণিত হয় বায়ুতে _________ আছে।
(A) জলীয় বাষ্প
(B) অক্সিজেন
(C) কার্বন ডাইঅক্সাইড
(D) কোনোটি নয়

6. বায়ু একটি ________ পদার্থ।
(A) যৌগিক
(B) মৌলিক
(C) মিশ্র
(D) কোনোটি নয়

7. কিসের সাহায্যে পদার্থকে সনাক্ত করা যায়?
(A) স্বাদ
(B) গন্ধ
(C) স্পর্শ
(D) কোনোটি নয়

8. মহাবিশ্বের সমস্ত বস্তু একে অপরকে আকর্ষণ করছে, একে বলে-
(A) মহাকর্ষ
(B) অভিকর্ষ
(C) অভিকর্ষজ ত্বরণ
(D) কোনোটি নয়

9. পৃথিবীর উপরিস্থিত কিংবা এর নিকটস্থ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ________ বলে।
(A) অভিকর্ষ
(B) অভিকর্ষজ ত্বরণ
(C) মহাকর্ষ
(D) ভরা কটাল

10. কোপারনিকাস কয়টি গ্রহের কথা জানতে পেরেছিলেন?
(A) ৪ টি
(B) ৬টি
(C) ৩টি
(D) ২ টি

11. সূর্যের নিকটতম গ্রহটি হল-
(A) শুক্র
(B) প্লূটো
(C) বৃহস্পতি
(D) বুধ

12. ‘চা পান না বিষপান’ বইটির রচয়িতা কে?
(A) অ্যারিস্টটল
(B) প্রফুচন্দ্র রায়
(C) মেঘনাদ সাহা
(D) কেউই নয়

13. আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়?
(A) গ্যালিলিও
(B) কেপলার
(C) কোপারনিকাস
(D) ভেঙ্কটরমন

14. কোনো বস্তুর ওজন পৃথিবীতে ৬ কেজি হলে চাঁদে তার ওজন হবে-

(A) ১ কেজি
(B) ২ কেজি
(C) ৩ কেজি
(D) ৪ কেজি

15. নিউটন কতবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন?
(A) ২ বার
(B) ৪ বার
(C) ৩ বার
(D) ৫ বার

16. কোপারনিকাস কোন্ শহরে জন্মগ্রহণ করেন?
(A) পোল্যান্ডের তোরান শহরে
(B) আমেরিকাতে
(C) ইতালির টুরিন শহরে
(D) কোনোটি নয়

17. আয়তন হিসাবে সূর্য পৃথিবী অপেক্ষা _________ লক্ষ গুণ বড়।
(A) ১৩
(B) ১৬
(C) ১৪
(D) ১৮

18. শনির সবচেয়ে বড় গ্রহটির নাম-
(A) ফোবস
(B) ডিমস
(C) টাইটান
(D) কোনোটি নয়

19. সূর্যের চারদিকে পরপর কয়টি আবরণ আছে?
(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ৫টি

20. রাত্রির আকাশে উত্তর দিকে সাতটি নক্ষত্র জিজ্ঞাসা চিহ্নের মতো সজ্জিত দেখা যায়। একে বলে-
(A) সন্ধ্যাতারা
(B) ধুমকেতু
(C) কালপুরুষ
(D) সপ্তর্ষিমণ্ডল

Bengali Science GK Old Papers
Objective Questions Previous Papers
MCQs Sample Question
Mock Test Model Set
Important Question

21. সূর্যগ্রহণ কত প্রকার হতে পারে?
(A) ২ প্রকার
(B) ৩ প্রকার
(C) ৪ প্রকার
(D) ৫ প্রকার

22. জলের তলা থেকে জলের উপরের দৃশ্য দেখার জন্য নিম্নের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
(A) টেলিস্কোপ
(B) রিখটার স্কেল
(C) পেরিস্কোপ
(D) হাইগ্রোমিটার

23. কোনো বনে হঠাৎ বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে বন্যপ্রাণীর ভারসাম্যের কী পরিবর্তন দেখা দিতে পারে?
(A) ভারসাম্যের আরও উন্নতি হবে
(B) গাছপালার সংখ্যা হ্রাস পাবে
(C) হরিণের সংখ্যা হ্রাস পাবে
(D) তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে

24. মশা সমুদ্রের জলে জন্মায় না কারণ তারা সহ্য করতে পারে না-
(A) শীতল জল
(B) লবণাক্ত জল
(C) উষ্ণ জল
(D) পরিষ্কার জল

25. মানবদেহে মোটামুটি কটি হাড় আছে?
(A) ২০৬
(B) ১০০
(C) ৫০
(D) কোনোটিই নয়

26. বিমানচালক কী মাপার জন্য একটি অলটিমিটার ব্যবহার করে?
(A) হাওয়ার গতি
(B) বিমানের গতি
(C) বিমানের উচ্চতা
(D) কোনোটিই নয়

27. নীচের কোন্ প্রাণীর আয়ু সবচাইতে দীর্ঘ?
(A) মাছ
(B) কচ্ছপ
(C) কাঠবেড়ালি
(D) ব্যাঙ

28. সূর্যালোক দান করে-
(A) ভিটামিন-বি
(B) ভিটামিন-সি
(C) ভিটামিন-ডি
(D) ভিটামিন-এ

29. নীচের কোন্‌টি প্রোটিনের প্রধান উৎস?
(A) মাছ
(B) আপেল
(C) বিন
(D) মাখন

30. কেঁচোর কটি চোখ?
(A) দুটি
(B) চারটি
(C) কোনো চোখ নেই
(D) একটি

31. কোন্ রোগের ফলে রোগীর মনে জলাতঙ্ক দেখা দেয়?
(A) র‍্যাবিস
(B) ধনুষ্টঙ্কার
(C) ফাইলেরিয়া
(D) জলবসন্ত

32. নীচের কোন্‌টিতে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়?
(A) পেঁয়াজ
(B) আম
(C) মাংস
(D) ডিম

33. কোন্‌টির অভাবে রিকেট দেখা দেয়?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-বি
(C) ভিটামিন-সি
(D) ভিটামিন-ডি

34. দুধের শুদ্ধতা মাপার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
(A) অডিওমিটার
(B) টেলিস্কোপ
(C) ল্যাক্টোমিটার
(D) ক্রনোমিটার

35. ক্রনোমিটার কি পরিমাপ করে?
(A) দূরত্ব
(B) ভূপৃষ্ঠভাগ
(C) সময়
(D) কোনোটিই নয়

36. ভিনিগারে কোন্ অ্যাসিড থাকে?
(A) সালফিউরিক
(B) আসেটিক
(C) হাইড্রোক্লোরিক
(D) কোনোটিই নয়

37. শিশুর পিতৃত্ব নির্ণয়ের জন্য নীচের কোন্ কৌশলটি গ্রহণ করা হয়?
(A) প্রোটিন বিশ্লেষণ
(B) ক্রোমোজোম গণনা
(C) আঙুলের ছাপ বিশ্লেষণ
(D) ডি. এন. এ-এর গুণগত বিশ্লেষণ

38. ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে কি ব্যবহার করা হয়?
(A) পেনিসিলিন
(B) কুইনিন
(C) ক্লোরোমাইসেটিন
(D) টেরামাইসিন

39. গাছের পাতা __________ মাধ্যমে খাদ্য প্রস্তুত করে।
(A) শ্বসনের
(B) অক্সিজেনের
(C) কোনোটি নয়
(D) সালোকসংশ্লেষের

40. প্রধান মূলের কয়টি অংশ?
(A) ৩টি
(B) ৫টি
(C) ৪টি
(D) ২টি

41. উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাকে বলে-
(A) ফুল
(B) পাতা
(C) কাণ্ড
(D) বিটপ

42. প্রধান মূল থেকে যেসব মূল উৎপন্ন হয় তাদের বলে-
(A) শাখামূল
(B) প্রশাখা মূল
(C) গুচ্ছমূল
(D) অস্থানিক মূল

43. শাখামূল থেকে যেসব মূল উৎপন্ন হয় তাদের বলে-
(A) শাখামূল
(B) শাখা মূল
(C) গুচ্ছমূল
(D) প্রাথমিক মূল

44. কাণ্ডের কাজ প্রধানত কত রকম?
(A) ২ রকম
(B) ৩ রকম
(C) ৪ রকম
(D) ৫ রকম

45. পাতার কটি অংশ?
(A) ২টি
(B) ৪টি
(C) ৩টি
(D) ৫টি

46. জবা ফুলের কটি অংশ?
(A) ২টি
(B) ৪টি
(C) ৩টি
(D) ৫টি

47. অপরাজিতা ফুলের পুংস্তবকটি কটি পুংকেশর নিয়ে গঠিত?
(A) ২টি
(B) ৮টি
(C) ৬টি
(D) ১০টি

48. একটি ফুলের ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে বলে-
(A) যৌগিক ফল
(B) গুচ্ছিত ফল
(C) সরল ফল
(D) কোনোটি নয়

49. অগ্রমুকুল জন্মায়-
(A) কাণ্ডের শীর্ষে
(B) কাণ্ডের মাঝখানে
(C) মূলে
(D) পাতায়

50. নিম্নের কোন্‌টি চিরহরিৎ বৃক্ষের উদাহরণ?
(A) আম
(B) শিমুল
(C) আমড়া
(D) শাল