1. সংরক্ষিত বন বলতে কি বোঝায়? A. চারণের জন্য একচেটিয়াভাবে সংরক্ষিত একটি বন B. শিকারের জন্য সংরক্ষিত একটি বন C. বাণিজ্যিক শোষণের জন্য সংরক্ষিত বন D. আদিবাসীদের ব্যবহারের জন্য সংরক্ষিত বন 2. ভারতের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? A. দিল্লী B. ভোপাল C. দেরাদুন D. লখনউ 3. করবেট জাতীয় উদ্যান রয়েছে A. উত্তরপ্রদেশ B. মধ্যপ্রদেশ
1. অক্সিজেন হল সালোকসংশ্লেষণের একটি পণ্য যা থেকে আসে A. কার্বন ডাই অক্সাইড B. মাটি থেকে শোষিত কার্বন C. খনিজ উপাদানের অক্সাইড D. জল 2. জীবিত বানরের মধ্যে সবচেয়ে ছোট হল __________ A. গিবন B. লরিস C. ওরাংগুটান D. এর কোনটিই নয় 3. শব্দ তরঙ্গের উচ্চতা তার _____________ দ্বারা নির্ধারিত হয় A. প্রশস্ততা B. ফ্রিকোয়েন্সি
1. লুইস এডসন ওয়াটারম্যান তার ___________ আবিষ্কারের জন্য পরিচিত A. বলপয়েন্ট কলম B. ফাউন্টেন পেন C. কাগজের স্ট্যাপলার D. রাবার ইরেজার 2. দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র, এটি অবস্থিত A. অ্যান্টার্কটিকা B. গাড়ওয়াল হিমালয় C. আর্কটিক সার্কেলের উপরে D. সিয়াচেন হিমবাহ 3. ভারতে জুন অয়নকাল হল A. দীর্ঘতম দিন B. দিন ও রাত
1. নিচের কোনটি ভারতের লোকেরা প্রথম ধাতু হিসাবে ব্যবহার করে? A. লোহা B. ব্রোঞ্জ C. স্বর্ণ D. তামা 2. সিন্ধু জনগণের দ্বারা ব্যবহৃত প্রধান বন্দর কি ছিল? A. মহেঞ্জো দারো B. লোথাল C. কালীবঙ্গন D. উপরের কোনটি নয় 3. নিচের কোনটি ভারতে দিল্লি সালতানাতের পতনের কারণ ছিল? A. তৈমুরের আক্রমণ B. দুর্বল প্রশাসন C. স্পষ্ট
1. ওজোন স্তরে গর্ত তৈরির জন্য নিম্নলিখিত দূষণকারী উপাদানগুলির মধ্যে কোনটি দায়ী? A. CO2 B. CFC C. SO2 D. CH4 2. একটি রোগ প্রতিরোধের জন্য দুর্বল জীবাণুর ইনজেকশন হিসাবে পরিচিত- A. স্থানান্তর B. টিকাদান C. ইনোকুলেশন D. ইনটিমেশন 3. ‘দাস-কাপিটাল’-এর রচয়িতা নিচের মধ্যে কে? A. রুশো B. কার্ল মার্কস C. চাণক্য D. মন্টেস্কিউ 4. গ্রীন-হাউস
1. ভারতের নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কে ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? A. এ ভি ভি গিরি B. এন সঞ্জীব রেড্ডি C. সি. কে.আর. নারায়ণন D. জাকির হোসেন 2. নিচের কোনটি একটি সাংবিধানিক সংস্থা? A. তফসিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন B. সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন C. জাতীয় মহিলা কমিশন D. পরিকল্পনা কমিশন 3. বায়ু
(1) I.C.D.S. কথাটির অর্থ কী? I.C.D.S কথাটির ইংরেজি সম্পূর্ণ অর্থ হল Integrated Child Development Scheme, বাংলায় এর অর্থ হল সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প। (২) অঙ্গনওয়াড়ি কর্মী বলতে কাদেরা বোঝায়? অঙ্গনা শব্দের অর্থ নারী, মহিলা বা স্ত্রী লোক। এই অঙ্গনা শব্দ থেকেই অঙ্গনওয়াড়ী কথাটি এসেছে। যে সকল নারী বা মহিলাকর্মীরা শিশু ও মহিলাদের স্বাস্থ্য পরিসেবা দানের
1. থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের গঠনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হল (A) ফ্লাবিন (B) ফাইব্রিন (C) গ্লোবিন (D) থাইমিন 2. যদি কন্যা বর্ণান্ধ হয়, তবে (A) কেবল বাবা বর্ণান্ধ (B) কেবল মা বর্ণান্ধ (C) মা বাহক এবং বাবা স্বাভাবিক (D) মা বাহক এবং বাবা বর্ণান্ধ। 3. তোমার বাগানে কিছু গাছের ফুল সুর্যোদয়ের পর ফোটে
1. কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল – (A) রাইবোজোম (B) সেপ্টোজোম (C) মাইটোকনড্রিয়া (D) মাইক্রোটিউবিউল 2. প্রদত্ত কোন্টি যৌন জনন সম্পর্কিত সঠিক তথ্য? (A) অপত্য জীবে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় (B) অপত্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে না (C) মাতৃদেহের হুবহু অপত্য সৃষ্টি হয় (D) উন্নত প্রকার জীব সৃষ্টি হয় না 3.
1. AaBbCc জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? (A) 4 ধরনের (B) ৪ ধরনের (C) 2 ধরনের (D) 1 ধরনের 2. প্রদত্ত কোন্ জোড়টি প্রচ্ছন্ন হবে তা স্থির করো – (A) লম্বা কাণ্ড ও কাক্ষিক পুষ্প (B) গোল বীজ ও হলুদ বীজত্বক (C) সবুজ বর্ণের শুটি ও বেঁটে কাণ্ড (D) হলুদ বর্ণের শুঁটি ও