Bengali GK Sample Question Papers

1. লুইস এডসন ওয়াটারম্যান তার ___________ আবিষ্কারের জন্য পরিচিত
A. বলপয়েন্ট কলম
B. ফাউন্টেন পেন
C. কাগজের স্ট্যাপলার
D. রাবার ইরেজার

2. দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র, এটি অবস্থিত
A. অ্যান্টার্কটিকা
B. গাড়ওয়াল হিমালয়
C. আর্কটিক সার্কেলের উপরে
D. সিয়াচেন হিমবাহ

3. ভারতে জুন অয়নকাল হল
A. দীর্ঘতম দিন
B. দিন ও রাত সমান
C. ক্ষুদ্রতম দিন
D. ঘড়ি রিসেট করার তারিখ

4. ভারতের নিম্নলিখিত ‘ক্রীড়া-ব্যক্তিদের মধ্যে কে একজন কুস্তিগীর?
A. দীপা কর্মকার
B. সাক্ষী মালিক
C. পি ভি সিন্ধু
D. ঝুলন গোস্বামী

5. __________ দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়
A. স্ফিগমোম্যানোমিটার
B. ম্যানোমিটার
C. ভেঞ্চুরি মিটার
D. ভার্নিয়ার কলিপার

6. ভিনেগার হল ______________ এর বাণিজ্য নাম
A. ক্লোরোফর্ম
B. অ্যাসিটিক অ্যাসিড
C. ইথাইল অ্যালকোহল
D. কার্বন টেট্রাক্লোরাইড

7. সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় তৃতীয় অবস্থানে রয়েছে?
A. সমাজতান্ত্রিক
B. গণতান্ত্রিক
C. সার্বভৌম
D. ধর্মনিরপেক্ষ

8. ভারতে প্রধানমন্ত্রী জন ধন যোজনা চালু করা হয়েছে ___________
A. অতিরিক্ত পরিমাণ অবৈধ আয় দরিদ্রদের কাছে স্থানান্তর করার জন্য
B. পিছিয়ে পড়া এলাকায় মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠীকে (এসএইচজি) প্রচার করা
C. দেশে আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করা
D. প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সাহায্য প্রদান

9. কুমরনি ছাগলের রোগ কারন
A. পরজীবী
B. ভাইরাস
C. ছত্রাক
D. ব্যাকটেরিয়া

10. সেলুলার জেল বা কালাপানি, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের বন্দীদের ব্রিটিশরা বন্দী করেছিল তা অবস্থিত
A. ওয়েস্ট ইন্ডিজ
B. মরিশাস
C. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D. লাক্ষাদ্বীপ

11. প্রচলিত ভারতীয় আইনের অধীনে, নিম্নলিখিতগুলির মধ্যে কে সাধারণ নির্বাচনে ভোট দিতে পারে?
A. অস্থির মানসিক অবস্থার ব্যক্তি
B. দোষী সাব্যস্ত অপরাধী এবং বন্দী
C. ভারতে ব্যবসায়িক আগ্রহ সহ এনআরআই
D. একজন চাকরিরত আইপিএস অফিসার

12. ইকোকার্ডিওগ্রাফি মানবদেহের নিচের কোন অঙ্গের সাথে সম্পর্কিত?
A. চক্ষু
B. কান
C. নাক
D. হার্ট

13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়ার সম্মিলিত শক্তিকে বলা হয়েছিল
A. ন্যাটো শক্তি
B. কনফেডারেসি
C. অক্ষশক্তি
D. মিত্র শক্তি

14. নিচের কোন প্রাণীটি মাংসাশী?
A. হাতি
B. ঘোড়া
C. গন্ডার
D. বাঘ

15. নিচের কোনটি ল্যাপটপের জন্য অপারেটিং সিস্টেম নয়?
A. লিনাক্স
B. উবুন্টু
C. টিজেন
D. উইন্ডোজ এনটি

16. যদি মাটির একটি নমুনার pH মান 8.25 পাওয়া যায়, তা হল
A. অ্যাসিডিক
B. নিরপেক্ষ
C. ক্ষারীয়
D. উপরের কোনটি নয়

17. আর্য সভ্যতায়, কর সংগ্রহের প্রাচীনতম রূপ ছিল
A. কারা: শস্যের প্রথাগত ভাগ
B. ভাগা: যুদ্ধের লুণ্ঠন
C. Visti: জোরপূর্বক শ্রম
D. বাহ: স্বেচ্ছামূলক অর্ঘ

18. সারে জাহান সে আচ্ছা – কে লিখেছেন?
A. মুহাম্মদ ইকবাল
B. সরোজিনী নাইডু
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. সর্দার বল্লভভাই প্যাটেল

19. নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
A. থোরিয়াম
B. গ্রাফাইট
C. ইউরেনিয়াম
D. সাধারণ পানি

20. নিচের কোনটি পেশীর জন্য অক্সিজেন বহন করে?
A. লোহিত রক্তকণিকা
B. রক্তের প্লেটলেট
C. শ্বেত রক্তকণিকা
D. হরমোন

21. ভার্মিকম্পোস্ট হল _________
A. অজৈব সার
B. বিষাক্ত পদার্থ
C. জৈব জৈবসার
D. সিন্থেটিক সার

22. নিচের কোনটির জনসংখ্যা পৃথিবীতে সর্বাধিক?
A. সরীসৃপ
B. মাছ
C. পাখি
D. বিটলস

23. নিচের কোনটিকে ইংরেজিতে ‘The Little Clay Chart’ বলা হয়?
A. পাতাল ভৈরবী
B. মৃচ্ছকটিক
C. আদি শঙ্করাচার্য
D. যোগ বন্ধন

24. শেখর কাপুরের ব্যান্ডিট কুইন-এ ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন
A. রূপা গাঙ্গুলী
B. সীমা বিশ্বাস
C. প্রতিভা সিনহা
D. শাবানা আজমি

25. তামার একটি সাধারণ আকরিক হল
A. বর্নাইট
B. ক্রোমাইট
C. ক্রায়োলাইট
D. মোনাজাইট

26. ‘সৌন্দর্যের জিনিস চিরকালের আনন্দ’ এই লাইনটি কে লিখেছেন?
A. জন কিটস
B. রবার্ট ব্রাউনিং
C. পি.বি. শেলী
D. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

27. উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করে
A. সালোকসংশ্লেষণ
B. কার্বোহাইড্রোলাইসিস
C. বিপাকীয় সংশ্লেষণ
D. আলোক শ্বসন

28. রাজস্থানের একটি বার্ষিক উৎসব
A. পোঙ্গল
B. কুল্লু দশেরা
C. পুষ্কর মেলা
D. উডস্টক উৎসব

29. ষষ্ঠ দালাই লামা, সাংইয়াং গিয়াৎসো, অরুণাচল প্রদেশের কোন স্থানে জন্মগ্রহণ করেন?
A. জিরো
B. মেনচুকা
C. বোমডিলা
D. তাওয়াং

30. ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ ‘কুইনাইন’ উদ্ভিদের নির্যাস থেকে তৈরি করা হয়
A. নিম
B. ইউক্যালিপটাস
C. দারুচিনি
D. সিনকোনা

31. একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের অধীনে বার্ষিক সর্বোচ্চ জমার পরিমাণ কত?
A. ৫ লাখ ৫০ হাজার টাকা
B. ১ লাখ ৫০ হাজার টাকা
C. ১ লাখ
D. 2 লাখ 50 হাজার টাকা

32. বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা নির্বাসিত করেছিল
A. সুইজারল্যান্ড
B. থাইল্যান্ড
C. সিঙ্গাপুর
D. বার্মা

33. কোন সাংবিধানিক সংশোধনী বিলের মাধ্যমে ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল?
A. 48তম
B. 57 তম
C. 61তম
D. 63তম

34. ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার (যুদ্ধক্ষেত্র) কোনটি?
A. ভারতরত্ন
B. মহা বীর চক্র
C. পরম বীর চক্র
D. অশোক চক্র

35. নিচের কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়?
A. কৃষ্ণ
B. কাবেরী
C. মহানদী
D. নর্মদা

36. ভারত ও চীনের মধ্যে কার্যকর সীমানা
A. ম্যাকমোহন লাইন
B. ম্যাকডোনাল্ড লাইন
C. ম্যাকসিমন লাইন
D. ম্যাকডুরান্ড লাইন

37. ‘স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব’ এর সাথে সম্পর্কিত
A. রুশ বিপ্লব
B. ফরাসি বিপ্লব
C. ভারত ছাড়ো আন্দোলন
D. হিটলারের নাৎসি আন্দোলন

38. ডাবলিন এর রাজধানী
A. আয়ারল্যান্ড
B. কানাডা
C. কাজাখস্তান
D. ডেনমার্ক

39. ইউনেস্কো কর্তৃক সৃজনশীল শহর নেটওয়ার্কের অধীনে সঙ্গীতের শহরটির নামকরণ করা হয়
A. কলকাতা
B. লখনউ
C. বারাণসী
D. জয়পুর

40. রান্নাঘরে ব্যবহৃত এলপিজির পূর্ণরূপ হল
A. তরল পেট্রোলিয়াম গ্যাস
B. হালকা পেট্রোলিয়াম গ্যাস
C. তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস
D. স্তরযুক্ত পেট্রোলিয়াম গ্যাস

41. তামাকের প্রধান ITC এর সদর দপ্তর অবস্থিত
A. নিউইয়র্ক
B. কলকাতা
C. ব্রাসেলস
D. মুম্বাই

42. বিদ্যুৎ উৎপাদনের জন্য এনটিপিসির শক্তির প্রধান উৎস হল
A. পারমাণবিক শক্তি
B. পেট্রোলিয়াম পণ্য
C. জলবিদ্যুৎ
D. কয়লা

43. আধার-ভিত্তিক ডিজিটাল অর্থপ্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা মোবাইল অ্যাপ
A. আয়ুষ
B. হামারা পয়সা
C. নিমা
D. ভীম

44. বালতির জ্যামিতিক আকৃতিকে বলা হয়
A. কিউবয়েড
B. সিলিন্ডার
C. Frustum
D. শঙ্কু

45. থায়ামিনের অভাব বা বেরিবেরির অভাব বোঝায়
A. ভিটামিন K
B. ভিটামিন B12
C. ভিটামিন সি
D. নিকোটিন

46. চারটি কার্বন সহ সরল চেইন হল
A. ইথেন
B. বুটেন
C. প্রোপেন
D. মিথেন

47. চব্বিশ ক্যারেট সোনা
A. খাদ হিসাবে 24 শতাংশ রৌপ্য রয়েছে
B. সাধারণত গহনা উদ্দেশ্যে ব্যবহৃত হয়
C. সোনার বিশুদ্ধতম রূপ
D. ডেন্টাল ফিলিংসের জন্য ব্যবহৃত হয়

48. ভারতে লবণ পাওয়া যায় ______________
A. ব্রহ্মপুত্র উপত্যকায়
B. ইন্দো-গাঙ্গেয় উপত্যকায়
C. দাক্ষিণাত্য মালভূমি
D. কচ্ছের রণ

49. পলাশীর যুদ্ধ সিরাজ-উদ-দৌলার সেনাবাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল।
A. অ্যাডমিরাল নেলসন
B. নেপোলিয়ন বোনাপার্ট
C. রবার্ট ক্লাইভ
D. ওয়ারেন হেস্টিংস

50. পূর্ববর্তী নর্থইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি (NEFA) পাঁচটি জেলায় বিভক্ত হয়েছিল
A. 1লা ডিসেম্বর, 1955
B. 1লা ডিসেম্বর, 1965
C. 1লা ডিসেম্বর, 1975
D. 1লা ডিসেম্বর, 1985

51. একটি সহস্রাব্দে আছে
A. দশ বছর
B. মিলিয়ন বছর
C. শত বছর
D. হাজার বছর

52. কোন দুটি মহান মুঘল পিতা-পুত্র যুগল?
A. বাবর ও হুমায়ুন
B. হুমায়ুন ও জাহাঙ্গীর
C. বাবর ও জাহাঙ্গীর
D. জাহাঙ্গীর ও আওরঙ্গজেব

53. নিচের কোন আধাসামরিক বাহিনী ভারত-ভুটান সীমান্ত পাহারা দেয়?
A. আসাম রাইফেলস
B. সীমান্ত নিরাপত্তা বাহিনী
C. সশাস্ত্র সীমা বল
D. ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ

54. নিচের কোনটি চলচ্চিত্রে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের সাথে সম্পর্কিত?
A. গ্র্যামি পুরস্কার
B. কান উৎসব
C. বুকার পুরস্কার
D. ফিল্ডস মেডেল

55. নিচের কোন জাতীয় প্রতিষ্ঠানের সাথে আপনি রান্নার তেলের ব্র্যান্ড ‘ধারা’ যুক্ত করবেন?
A. ISRO
B. BARC
C. এনডিডিবি
D. IARI

56. একটি সদ্য বাছুরযুক্ত গাভীর দুধের _____________ ঘাটতির কারণে জ্বর হয়
A. ক্যালসিয়াম
B. ম্যাগনেসিয়াম
C. প্রোটিন
D. বোরন

57. মাথার খুলির সবচেয়ে বড় ফোরামেন কোনটি?
A. ফোরামেন ম্যাগনাম
B. সুপারঅরবিটাল ফোরামেন
C. ইনফ্রারবিটাল ফোরামেন
D. ম্যান্টেল ফোরামেন

58. ইন্দিরা পয়েন্ট, ভারতের কোন দক্ষিণতম পয়েন্টে অবস্থিত?
A. কেরালা
B. লাক্ষাদ্বীপ
C. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D. তামিলনাড়ু

59. ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে যে খেতাব দিয়েছিল তা ছিল তিনি অসহযোগ আন্দোলনের সময় আত্মসমর্পণ করেছিলেন
A. হিন্দ কেশরী
B. কায়সার-ই-হিন্দ
C. রায় বাহাদুর
D. Rt মাননীয়

60. গুরু তেগ বাহাদুরকে _________________ আদেশে বধ করা হয়
A. আকবর
B. জাহাঙ্গীর
C. আওরঙ্গজেব
D. শাহজাহান

61. নিচের কোনটি দেশ নয়?
A. উত্তর কোরিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. উত্তর ক্যারোলিনা
D. পূর্ব তিমুর