Science GK Questions Answers for All Competitive Examinations

Bengali Life Science GK MCQ Question

1. থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের গঠনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হল (A) ফ্লাবিন (B) ফাইব্রিন (C) গ্লোবিন (D) থাইমিন 2. যদি কন্যা বর্ণান্ধ হয়, তবে (A) কেবল বাবা বর্ণান্ধ (B) কেবল মা বর্ণান্ধ (C) মা বাহক এবং বাবা স্বাভাবিক (D) মা বাহক এবং বাবা বর্ণান্ধ। 3. তোমার বাগানে কিছু গাছের ফুল সুর্যোদয়ের পর ফোটে

Bengali Life Science GK Previous Year Question Papers

1. কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল – (A) রাইবোজোম (B) সেপ্টোজোম (C) মাইটোকনড্রিয়া (D) মাইক্রোটিউবিউল 2. প্রদত্ত কোন্‌টি যৌন জনন সম্পর্কিত সঠিক তথ্য? (A) অপত্য জীবে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় (B) অপত্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে না (C) মাতৃদেহের হুবহু অপত্য সৃষ্টি হয় (D) উন্নত প্রকার জীব সৃষ্টি হয় না 3.

Bengali Life Science GK Sample Question Papers

1. AaBbCc জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? (A) 4 ধরনের (B) ৪ ধরনের (C) 2 ধরনের (D) 1 ধরনের 2. প্রদত্ত কোন্ জোড়টি প্রচ্ছন্ন হবে তা স্থির করো – (A) লম্বা কাণ্ড ও কাক্ষিক পুষ্প (B) গোল বীজ ও হলুদ বীজত্বক (C) সবুজ বর্ণের শুটি ও বেঁটে কাণ্ড (D) হলুদ বর্ণের শুঁটি ও

Bengali Life Science GK Model Question Papers

1. প্রতিকূল অভিকর্ষজ চলন পরিলক্ষিত হয় – (A) ক্যাকটাসের মূলে (B) টিউলিপ ফুলে (C) সুন্দরীর শ্বাসমূলে (D) পাতাশ্যাওলার পাতার কোশে 2. কোন্ হরমোন প্রয়োগ করে ফুলদানিতে ফুল দীর্ঘদিন সতেজ রাখা যায়? – (A) সাইটোকাইনিন (B) জিব্বেরেলিন (C) ফ্লোরিজেন (D) অ্যাবসাইসিক অ্যাসিড 3. ক্যালোরিজেনিক হরমোন হল – (A) STH (B) থাইরক্সিন (C) ACTH (D) GTH 4.

Bengali Science GK

1. পরাপরিস্রাবণ ঘটে নেফ্রনের কোন অংশে? (A) বাওম্যান ক্যাপসুল (B) দূরবর্তী সংবর্তনালিকা (C) হেনলির লুপ (D) গ্লোমেরুলাস 2. প্রতি মিনিটে বৃক্কে কত পরিমাণ মূত্র তৈরি হয়? (A) 0.5ml (B) 1ml (C) 2ml (D) 3ml 3. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কী বলে? (A) ফেবিয়া (B) পীতবিন্দু (C) ক্ষয়িষ্ণু বিন্দু (D) ব্লাইন্ড স্পট 4. একজন

Bengali Science GK Objective Question

1. ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কি? (A) এরেনকাইমা (B) ক্লোরেনকাইমা (C) প্রসেনকাইমা (D) ইডিওব্লাস্ট 2. কার্বলিক অ্যাসিডের অপর নাম কী? (A) ফরমিক অ্যাসিড (B) ফেনল (C) ইথালন (D) বেঞ্জিন 3. 176°F তাপমাত্রা = ? (A) 0°C (B) 4° C (C) 80° C (D) 85°C 4. ম্যাক সংখ্যা (Mach Number) কীসের বেগের সঙ্গে সংযুক্ত? (A) মহাকাশযান (B)

Bengali Science GK MCQ

1. কোশে জল ছাড়া আর কী সর্বাধিক পরিমাণে থাকে? (A) কার্বোহাইড্রেট (B) স্নেহপদার্থ (C) ক্ষার (D) কোনোটাই নয় 2. অ্যালজাইমার রোগ কোন্ ভিটামিনের অভাবে হয়? (A) A (B) E (C) C (D) B12 3. মানবদেহে কোন্ খাদ্যের দ্বারা নাইট্রোজেন সরবরাহ হয়? (A) প্রোটিন (B) ভিটামিন (C) শর্করা (D) চর্বি 4. মস্তিষ্কের কোন্ অংশ দ্বারা দেহের

Bengali Science GK Mock Test

1. ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোন্‌টি? (A) Hg (B) Mg (C) AL (D) Cl2 2. কোন্ কোন্ পদার্থের দ্বারা কাঁসা তৈরি? (A) Cu ও Zn (B) Cu, Su ও Mg (C) Cu ও Sn (D) Cu, Sn ও Al 3. কোন্ গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? (A) মিথেন (B) ইথেন (C) বিউটেন (D) প্রোপেন

Bengali Science GK Important Question Papers

1. S.I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? (A) কিলোমিটার (B) ডেকামিটার (C) মিটার (D) সেন্টিমিটার 2. ভৌত রাশি কয় প্রকার? (A) 5 (B) 3 (C) 4 (D) 2 3. কম্পাঙ্কের একক কী? (A) হার্জ (B) কেলভিন (C) অ্যাম্পিয়ার (D) ওহম্-মিটার 4. সর্বাধিক বিশুদ্ধ জলের ঘনত্ব কত? (A) 7°C (B) 0°C (C) 4°C (D) 3°C 5. পৃথিবীর

Bengali Science GK Old Question Papers

1. পর্ণমোচী বৃক্ষ হল- (A) আম (B) শাল (C) জাম (D) কাঁঠাল 2. আরশোলার বৈজ্ঞানিক নাম হল- (A) পেরিপ্লেনেটা আমেরিকানা (B) লেবিও রোহিটা (C) নিকটিটেটিং মেমব্রেন (D) কোনোটি নয় 3. আরশোলার কটি পুঞ্জাক্ষি আছে? (A) ২টি (B) ৪টি (C) ৩টি (D) ৬টি 4. আরশোলার কয়টি পা আছে? (A) ২টি (B) ৩টি (C) ৬টি (D) ৪টি