WB Police Constable Previous Year Question Papers

1. সংরক্ষিত বন বলতে কি বোঝায়?
A. চারণের জন্য একচেটিয়াভাবে সংরক্ষিত একটি বন
B. শিকারের জন্য সংরক্ষিত একটি বন
C. বাণিজ্যিক শোষণের জন্য সংরক্ষিত বন
D. আদিবাসীদের ব্যবহারের জন্য সংরক্ষিত বন

2. ভারতের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
A. দিল্লী
B. ভোপাল
C. দেরাদুন
D. লখনউ

3. করবেট জাতীয় উদ্যান রয়েছে
A. উত্তরপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. উত্তরাখণ্ড
D. হিমাচল প্রদেশ

4. ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম বনভূমি রয়েছে?
A. গুজরাট
B. উত্তরাঞ্চল
C. অন্ধ্রপ্রদেশ
D. হরিয়ানা

5. কোন ফসল গুজরাটের অন্যতম প্রধান উৎপাদক?
A. গম
B. আখ
C. বাজরা
D. নারকেল

6. অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কিত?
A. বন্যা নিয়ন্ত্রণ
B. সেচ সুবিধা
C. বাঁধ নির্মাণ
D. শহরগুলিতে দুধের প্রাপ্যতা উন্নত করা

7. উত্তর-পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়?
A. কলকাতা
B. গোরখপুর
C. নিউ জলপাইগুড়ি
D. গুয়াহাটি

8. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A. ডঃ রাজেন্দ্র প্রসাদ
B. ডাঃ এস রাধাকৃষ্ণান
C. ডাঃ জাকির হোসেন
D. ডঃ ভিভি গির

9. তথ্যের অধিকার হল ____________
A. মৌলিক অধিকার
B. সামাজিক অধিকার
C. রাজনৈতিক অধিকার
D. আইনি অধিকার

10. আমাদের দেশে যুদ্ধ ঘোষণা এবং শান্তি প্রতিষ্ঠা করার আইনগতভাবে কে যোগ্য?
A. রাষ্ট্রপতি
B. প্রধানমন্ত্রী
C. সংসদ
D. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ

11. অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের কতজন সদস্যকে রাষ্ট্রপতি সংসদে মনোনীত করতে পারেন?
A. 2
B. 12
C. 10
D. অনির্দিষ্ট সংখ্যা

12. সংসদের মধ্যে অনুমোদন না হলে জরুরি অবস্থার ঘোষণা কাজ বন্ধ করে দেয়
A. এক মাস
B. দুই মাস
C. তিন মাস
D. ছয় মাস

13. সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে?
A. সহ-সভাপতি
B. স্পিকার
C. রাষ্ট্রপতি
D. ডেপুটি স্পিকার

14. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি লোকসভায় সর্বাধিক সংখ্যক সাংসদ পাঠায়?
A. বিহার
B. মধ্যপ্রদেশ
C. মহারাষ্ট্র
D. অন্ধ্রপ্রদেশ

15. একটি রাজ্যের গভর্নর তার সমস্ত কর্মের জন্য দায়বদ্ধ কার কাছে?
A. রাজ্য আইনসভা
B. রাজ্য মন্ত্রী পরিষদ
C. রাজ্যের মুখ্যমন্ত্রী
D. রাষ্ট্রপতি

16. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতের সংবিধানের অভিভাবক হিসাবে বিবেচনা করা হয়?
A. সংসদ
B. সভাপতি
C. সুপ্রিম কোর্ট
D. উপরের সব

17. প্রথম নির্বাচিত লোকসভা গঠন করা হয়েছিল ___________ সালে
A. 1950
C. 1952
C. 1949
D. 1956

18. কাভারত্তি ___________ এর রাজধানী
A. আন্দামান ও নিকোবর
B. লাক্ষাদ্বীপ
C. দাদরা ও নগর হাভেলি
D. দমন ও দিউ

19. কথাকলি একটি নৃত্যশৈলী যা অন্তর্গত ___________
A. তামিলনাড়ু
B. কর্ণাটক
C. কেরালা
D. অন্ধ্রপ্রদেশ

20. ভারতে ললিত কলা একাডেমি প্রচার করে __________
A. নাচ
B. শিল্প ও চিত্রকলা
C. সাহিত্য
D. নাটক

21. বিশ্ব এইডস দিবস পালন করা হয়
A. ডিসেম্বর 01
B. 10 ডিসেম্বর
গ. 01 নভেম্বর
D. 10 নভেম্বর

22. ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে জনপ্রিয় কে?
A. সর্দার প্যাটেল
B. দাদাভাই নওরোজি
C. চিত্তরঞ্জন দাস
D. জি কে গোখলে

23. আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল ____________ এ
A. গ্রীস
B. ফ্রান্স
C. ইংল্যান্ড
D. ইতালি

24. কোন উত্তর-পূর্ব রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
A. ত্রিপুরা
B. মিজোরাম
C. সিকিম
D. অরুণাচল প্রদেশ

25. কানে বন্যপ্রাণী অভয়ারণ্য _____________ জেলায় অবস্থিত
A. পূর্ব সিয়াং
B. পশ্চিম সিয়াং
C. তিরাপ
D. চাংলাং

26. ক্রীড়া ব্যক্তিদের কোচদের নিচের কোন পুরস্কার দেওয়া হয়?
A. কালিদাস সম্মান
B. দ্রোণাচার্য পুরস্কার
C. অর্জুন পুরস্কার
D. দাদা সাহেব ফালকে পুরস্কার

27. FDI মানে
A. বিদেশী সরাসরি বিনিয়োগ
B. বৈদেশিক আমানত বিনিয়োগ
C. ফ্লোটিং ডাইরেক্ট ইনভেস্টমেন্ট
D. স্থায়ী আমানত বিনিয়োগ

28. তাজ এক্সপ্রেসওয়ে সংযোগ করে __________
A. দিল্লী থেকে আগ্রা
B. গ্রেটার নয়ডা থেকে আগ্রা
C. হরিয়ানা থেকে আগ্রা
D. দিল্লি থেকে জয়পুর

29. ‘জুমিং পয়েন্টস-এ যাত্রা চ্যালেঞ্জের মাধ্যমে’ লেখক
A. এপিজে আব্দুল কালাম
B. শোভা দে
C. শংকর আলিয়ার
D. অং সু চি

30. নিচের কোন রাজ্য তিনটি দেশের সাথে সীমানা ভাগ করে?
A. উত্তরাখন্ড
B. হিমাচল প্রদেশ
C. অরুণাচল প্রদেশ
D. আসাম

31. কোন সালে অরুণাচল প্রদেশের বর্তমান নাম হয়?
A. 1969
B. 1971
C. 1972
D. 1987

32. নিচের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যসভায় শুধুমাত্র একজন প্রতিনিধি পাঠায়?
A. মিজোরাম
B. পুদুচেরি
C. অরুণাচল প্রদেশ
D. উপরের সব।