Bengali Science GK Objective Question

Bengali Science GK Objective Question Papers for the written examination is given below. Candidates who are looking for Bengali Science GK Objective question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Bengali Science General Knowledge Objective Question Papers pdf. Free downloading links of the Bengali Science GK Objective Question Papers are provided here. Click on the enclosed links to get the Bengali Science GK Objective Question Papers PDF. Here, we provided the Bengali Science GK Objective Question Papers just as a reference for the preparation.

Bengali Science GK Objective QuestionObjective Question Papers on Science GK in Bengali

1. ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কি?
(A) এরেনকাইমা
(B) ক্লোরেনকাইমা
(C) প্রসেনকাইমা
(D) ইডিওব্লাস্ট

2. কার্বলিক অ্যাসিডের অপর নাম কী?
(A) ফরমিক অ্যাসিড
(B) ফেনল
(C) ইথালন
(D) বেঞ্জিন

3. 176°F তাপমাত্রা = ?
(A) 0°C
(B) 4° C
(C) 80° C
(D) 85°C

4. ম্যাক সংখ্যা (Mach Number) কীসের বেগের সঙ্গে সংযুক্ত?
(A) মহাকাশযান
(B) শব্দ
(C) প্লেন
(D) রশ্মি

5. এক হাজার মাইক্রন হল—
(A) 10-2m
(B) 10-3m
(C) 10-4m
(D) 10-5m

6. উড়ন্ত পাখির ক্ষেত্রে নিউটনের কোন্ সূত্র মান্য হয়?
(A) প্রথম গতিসূত্র
(B) দ্বিতীয় গতিসূত্র
(C) তৃতীয় গতিসূত্র
(D) দ্বিতীয় ও তৃতীয় উভয় গতিসূত্র

7. দুটি জলবিন্দু মিশে গিয়ে একটি জলবিন্দুতে পরিণত হলে কী হয়?
(A) শক্তি নির্গত হয়
(B) শক্তি শেষিত হয়
(C) শক্তির কোনো পরিবর্তন হয় না
(D) মোট ভর বেড়ে যায়

8. সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পর্বে একই হবে কোন্ উষ্ণতায় ?
(A) 40°C
(B) 180°C
(C) -273° C
(D) 0°C

9. মরুভূমি কী কারণে মেঘমুক্ত থাকে?
(A) নিম্নচাপ
(B) নিম্ন উষ্মতা
(C) নিম্ন আর্দ্রতা
(D) বায়ুর উচ্চ বেগ

10. পৃথিবী থেকে দেখলে রাত্রিতে কোন গ্রহটি উজ্জ্বলমান মনে হয়?
(A) বুধ
(B) শুক্র
(C) বৃহস্পতি
(D) মঙ্গল

11. শব্দের গুণ নির্ভর করে কীসের ওপর?
(A) কম্পাঙ্ক
(B) পিচ
(C) তীব্রতা
(D) তরঙ্গ মুখের ওপর

12. বায়ুমাধ্যমে শব্দের বেগ কত?
(A) 300m/Sec
(B) 320m/Sec
(C) 3m/Sec
(D) 350 m/Sec

13. পৃথিবীর বয়স নির্ণয় করতে কী ব্যবহৃত হয়?
(A) ইউরেনিয়াম ডেটিং
(B) পারমাণবিক ঘড়ি
(C) কার্বন ডেটিং
(D) বায়োলজিক্যাল ঘড়ি

14. সবুজ আলোয় আলোকিত কোনো ঘরে লাল ফুল কী রকম দেখাবে?
(A) লাল
(B) কালো
(C) নীল
(D) বেগুনি

15. যান্ত্রিকশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র?
(A) চলকুন্ডলী গ্যালভানোমিটার
(B) মোটর
(C) ডায়নামো
(D) ট্রান্সফর্মার

16. শব্দতরঙ্গ বায়ু থেকে জলে প্রবেশ করলে কোন রাশির কোনো পরিবর্তন হবে না?
(A) বেগ
(B) কম্পাঙ্ক
(C) তরঙ্গদৈর্ঘ্য
(D) সবগুলি

17. কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ?
(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) প্রথম
(D) কোনোটিই নয়

18. কোন্‌টি গ্রিন হাউস গ্যাস নয়?
(A) অক্সিজেন
(B) মিথেন
(C) ওজোন
(D) জলীয়বাষ্প

19. রেফ্রিজারেটার কে আবিষ্কার করেন?
(A) হ্যারিসন ও ক্যাটলিন
(B) কে. পি. জিন্টো
(C) জে. বি. ডানলপ
(D) এইচ. ব্রিয়ারলি

20. কোনো ধাতুকে গরম করলে ওই ধাতুর ঘনত্ব—
(A) বেড়ে যায়
(B) অপরিবর্তিত থাকে
(C) কমে যায়
(D) কোনোটাই নয়

Bengali Science GK Old Papers
Objective Questions Previous Papers
MCQs Sample Question
Mock Test Model Set
Important Question

21. সারের মধ্যে কোন্ মৌল উপস্থিত থাকে না?
(A) N2
(B) H2
(C) P4
(D) Cl2

22. উৎসেচক কী দিয়ে প্রস্তুত হয়েছে?
(A) অ্যামিনো অ্যাসিড
(B) নিউক্লিওসাইড
(C) কার্বোহাইড্রেট
(D) ফ্যাটি অ্যাসিড

23. কী প্রকার খাদ্য প্রস্তুত করতে পেকটিন ব্যবহার করা হয়?
(A) ভিটামিন
(B) হরমোন
(C) কার্বহাইড্রেট
(D) প্রোটিন

24. যে তাপমাত্রায় গ্যাস, তরল ও কঠিন একই অবস্থায় থাকে, তাকে কী বলে?
(A) গলনাঙ্ক
(B) হিমাঙ্ক
(C) স্ফুটনাঙ্ক
(D) ট্রিপল পয়েন্ট

25. “গ্যাসোসল” প্রস্তুত করতে স্যাসোলিনের সঙ্গে কী মেশানো হয়?
(A) ইথাইল অ্যালকোহল
(B) টেট্রাইথাইল লেড
(C) মিথাইল অ্যালকোহল
(D) বিউটেন

26. মানুষ সবচেয়ে বেশি কোন্ ধাতু ব্যবহার করে?
(A) তামা
(B) লোহা
(C) অ্যালুমিনিয়াম
(D) সোনা

27. ‘অ্যাকোয়া রিজিয়া’ হল কীসের মিশ্রণ?
(A) HCI ও HBr
(B) HCI ও H2SO4
(C) HCI ও HI
(D) HCI ও HNO3

28. রান্নার তেলকে কীরূপে বনস্পতি ঘি-তে পরিণত করা হয়?
(A) কেলাসন
(B) হাইড্রোজেনেশান
(C) জারণ
(D) পাতন

29. সমুদ্র থেকে বিশুদ্ধ জল কোন্ প্রক্রিয়ায় পাওয়া যায়?
(A) পাতন
(B) বাষ্পীভবন
(C) পরিস্রাবন
(D) আংশিক পাতন

30. কোনটি চৌম্বক পদার্থ নয়?
(A) ইস্পাত
(B) কোবাল্ট
(C) নিকেল
(D) পিতল

31. ফারেনহাইটের 24° সেন্টিগ্রেড স্কেলে কত?
(A) 0°
(B) 24°
(C) – 10°
(D) – 14°

32. মহাকাশযান থেকে মহাকাশচারী মহাকাশকে কেমন দেখেন?
(A) কালো
(B) সাদা
(C) গাঢ় লাল
(D) হলুদ

33. কোনো বস্তুর তাপমাত্রা 1° বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে কী বলে?
(A) তাপগ্রহিতা
(B) লীনতাপ
(C) আপেক্ষিক তাপ
(D) জলসম

34. ধাতব টেবিলে রাখা এক কাপ গরম চা কোন্ পদ্ধতিতে তাপ হারায়?
(A) পরিচলন
(B) বিকিরণ
(C) পরিবহণ
(D) সবগুলিই

35. 0 cm লম্বা একটি মাছ 4 cm জলের গভীরে থাকলে জলের ওপর থেকে লম্বভাবে দেখলে মাছটি কত লম্বা মনে হবে?
(A) 3 cm
(B) 7.5cm
(C) 8cm
(D) 10cm

36. চুম্বকের আণবিক তত্ত্বের প্রথম ধারণা কে দেন?
(A) এউইং
(B) কুলম্ব
(C) গিলবার্ট
(D) ওয়েবার

37. এই বিশ্বব্রহ্মান্ডে তারকার (Star) সংখ্যা প্রায় কত ধরা হয়ে থাকে?
(A) 1021
(B) 1010
(C) 1011
(D) 1015

38. একেবারে শূন্যস্থানে তরলের স্ফুটনাঙ্ক কী হবে?
(A) বাড়বে
(B) কোনোটিই নয়
(C) কমবে
(D) কোনো মান থাকে না।

39. হিমমিশ্রের উষ্ণতা
(A) 0°C
(B) – 1° C
(C) – 10° C
(D) – 23° C

40. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
(A) হাইগ্রোমিটার
(B) ভিস্কোমিটার
(C) হাইড্রোমিটার
(D) হিউমিডিফায়ার

41. আলোর ঔজ্জ্বল্যের একক হল—
(A) ফুট ক্যান্ডেল
(B) লুমেন
(C) ডায়োপ্টর
(D) ক্যান্ডেলা

42. ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত অঙ্গের নাম কি?
(A) শ্বাসতন্ত্র
(B) রক্ত
(C) যকৃৎ
(D) বৃক্ক

43. বায়ুমণ্ডলে O2 এর শতকরা মাত্রা কত?
(A) 19.60%
(B) 20%
(C) 20.60%
(D) 20.75%

44. কোন্ ধাতুকে পিটিয়ে সহজে পাত বানানো যায়?
(A) সোনা
(B) ব্রোঞ্জ
(C) তামা
(D) অ্যালুমিনিয়াম

45. কোন্ পদার্থটির মধ্যে লৌহের পরিমাণ সর্বাধিক?
(A) দুধ
(B) বিনস্
(C) ডিম
(D) সবুজ শাকসবজি

46. কোন্ গ্যাস সাধারণ বাতাসের নমুনায় থাকে না?
(A) Cl2
(B) He
(C) Ne
(D) CO2

47. গোবর গ্যাসের মধ্যে উপস্থিত থাকে—
(A) CH4
(B) C2H2
(C) C2H4
(D) CO2

48. আগুন নেভাতে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
(A) H2
(B) SO2
(C) N2
(D) CO2

49. সমুদ্রের জল থেকে যে পদ্ধতিতে খাদ্য লবণ পাওয়া যায়, তাকে কী বলে?
(A) ঊর্ধ্বপাতন
(B) বাষ্পীভবন
(C) পরিস্রাবণ
(D) লোসন

50. জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড়ো এককের নাম কি?
(A) কিলোমিটার
(B) মাইল
(C) আলোকবর্ষ
(D) পারসেক