Bengali Life Science GK MCQ Question
1. থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের গঠনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় তা হল
(A) ফ্লাবিন
(B) ফাইব্রিন
(C) গ্লোবিন
(D) থাইমিন
2. যদি কন্যা বর্ণান্ধ হয়, তবে
(A) কেবল বাবা বর্ণান্ধ
(B) কেবল মা বর্ণান্ধ
(C) মা বাহক এবং বাবা স্বাভাবিক
(D) মা বাহক এবং বাবা বর্ণান্ধ।
3. তোমার বাগানে কিছু গাছের ফুল সুর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের পর বুজে যায়, এটি কী ধরনের চলন?
(A) কেমোন্যাস্টি
(B) থার্মোন্যাস্টি
(C) ফোটোন্যাস্টি
(D) নিকটিন্যাস্টি
4. জিব্বেরেলিন হরমোনের ক্ষরণস্থল সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক তা স্থির করো। –
(A) কাণ্ড ও মূলের অগ্রভাগের ভাজক কলায় সংশ্লেষিত হয়
(B) ভ্রূণ মুকুলাবরণী ও কচি পাতায় সংশ্লেষিত হয়
(C) পরিপক্ক বীজের বীজপত্র ও ভূপে এবং অঙ্কুরিত চারায় সংশ্লেষিত হয়
(D) সস্য ও ফলে সংশ্লেষিত হয়
5. রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোশে গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম হল-
(A) গ্লূকাপন
(B) অ্যাড্রিনালিন
(C) ইনসুলিন
(D) থাইরক্সিন
6. মানব চক্ষুর কোন্ অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ?
(A) লেন্স
(B) স্কেলেরা
(C) কোরয়েড
(D) রেটিনা
7. দেহের কোনো অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহাক্ষের নিকটবর্তী আনে কোন্ পেশি?
(A) অ্যাবডাক্টর পেশি
(B) অ্যাডাক্টর পেশি
(C) ফ্লেক্সর পেশি
(D) এক্সটেনশর পেশি।
8. DNA অণুর একটি তন্ত্রীর সজ্জাক্রম – 5′ GAATTC 3′ হলে বিপরীত তন্ত্রীর সজ্জাক্রম হবে
(A) 3’ CTTAAG 5′
(B) 3’ GAATTC 5′
(C) 5′ GTTAAG 3′
(D) 3’ CUJAAG 5′
9. তুমি একটি কোশ বিভাজনের সময় দেখলে নিউক্লিয়াসের দুবার বিভাজন খটল, এই ধরনের কোশ বিভাজনকে বলা হয় –
(A) মিয়োসিস
(B) অ্যামাইটোসিস
(C) মাইটোসিস
(D) অপুংজনি
10. একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশৃদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা –
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%
11. ডিম্বাণু কোন্ প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্রসন্তান হয়?
(A) 22A+ Y
(B) 23A+ X
(C) 23A+Y
(D) 22A+ X
12. একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের কত ভাগ সন্তান স্বাভাবিক হবে? –
(A) 0%
(B) 25%
(C) 50%
(D) 75%
13. অটোজোমাল ক্রোমোজোমঘটিত প্রচ্ছন্ন রোগ হল –
(A) হিমোফিলিয়া
(B) বর্ণান্ধতা
(C) থ্যালাসেমিয়া
(D) রাতকানা
14. সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো
(A) বহুবিভাজন–হাইড্রা
(B) খণ্ডীভবন—স্পাইরোগাইরা
(C) পুনরুৎপাদন—ফার্ন
(D) কোরকোগম—প্ল্যানেরিয়া
15. পরাগনালি ডিম্বকরঞ্জ ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে-
(A) পোরোগ্যামি
(B) চ্যালাজ়োগ্যামি
(C) মেসোগ্যামি
(D) সিনগ্যামি
16. মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে তা হল
(A) শৈশব
(B) বয়ঃসন্ধি
(C) বার্ধক্য
(D) সদ্যোজাত
17. ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তবাটি সঠিক তা নির্বাচন করো
(A) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
(B) উদ্ভিদ বা উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
(C) ভলভক্স নামক শ্যাওলা এই চলন দেখা যায়
(D) এটি উদ্দীপন্নে গতি দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন
18. নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোনটি হল –
(A) অক্সিন
(B) অক্সিটোসিন
(C) জিব্বেরেলিন
(D) কাইনিন
19. প্রদত্ত কোন্টি ইনসুলিনের কাজ নয়?
(A) রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস
(B) নিওগ্লুকোজেনেসিসে বাধা দান
(C) গ্লুকোজের জারদের মাত্রা বৃদ্ধি
(D) রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি
20. প্রদত্ত কোন্ প্রতিবর্ত ক্রিয়া প্রশিক্ষণ দ্বারা অর্জন করতে হয়।
(A) সদ্যোজাত শিশুর মাতৃস্তন্য পান
(B) হাঁটা
(C) আবৃত্তি করা
(D) কাশি
21. পায়রার লেজে পালকের সংখ্যা –
(A) 23 টি
(B) 12 টি
(C) 21 টি
(D) 32 টি
22. প্রদত্ত কোন্ দশায় ক্রোমাটিডের মেরুবর্তী গমন ঘটে?
(A) অ্যানাফেজ
(B) মেটাফেজ
(C) প্রোফেজ
(D) টেলোকেজ
23. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো
(A) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
(B) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
(C) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না
(D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয়
24. প্ত্রজ মুকুল দ্বারা বংশবিস্তার করে –
(A) গোল আলু
(B) মিষ্টি আলু
(C) কচুরিপানা
(D) পাথরকুচি
25. শামুকের দ্বারা পরাগযোগকে বলে –
(A) অ্যানিমোফিলি
(B) এন্টোমোফিলি
(C) হাইড্রোফিলি
(D) ম্যালাকোফিলি
26. কোন্ বয়সকালকে ‘ঝঞ্ঝাবিক্ষুব্ধকাল’ বলে –
(A) শৈশবকাল
(B) বয়ঃসন্ধিকাল
(C) যৌনকাল
(D) বার্ধক্যকাল
27. মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হল –
(A) অসম্পূর্ণ প্রকটতা
(B) সহপ্রকটতা
(C) লিংকেজ
(D) সংবকটি
28. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি সংকর লম্বা মটর গাছের ইতর পরাগযোগ ঘটালে F1 জনুতে জিনোটাইপ অনুপাত
(A) 3:1
(B) 1:1
(C) 1: 2: 1
(D) 2:2:1
29. প্রদত্ত কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। —
(A) RRYY ও rryy
(B) RRYy ও RrYY
(C) RRyy ও Rryy
(D) rrYY ও rrYy
30. কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না। –
(A) ডিউটেরানোপিয়া
(B) প্রোটানোপিয়া
(C) থ্যালাসেমিয়া
(D) ট্রাইটানেপিয়া
31. ন্যাস্টিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক নয়, তা নির্বাচন করো –
(A) রসস্ফীতির তারতম্য জনিত বক্রচলন
(B) উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
(C) লজ্জাবতী লতায় দেখ যায়
(D) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়
32. একটি ফলের গুদাম ঘরে ফলগুলি পাকানোর জন্য যে হরমোনটি স্প্রে করবে, সেটি হল –
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) ইথিলিন
(D) সাইটোকাইনিন
33. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমেন (FSH) ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল –
(A) TSH
(B) ADH
(C) ইস্ট্রোজেন
(D) ACTH
34. তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে
(A) রেটিনা
(B) করনিয়া
(C) কোরয়েড
(D) আইরিস
35. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল –
(A) সুষুম্নাশীর্ষক
(B) থ্যালামাস
(C) লঘুমস্তিষ্ক
(D) গুরুমস্তিষ্ক
36. সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলা হয় –
(A) সাইন্যাপস্
(B) সাইন্যাসিস
(C) ক্রসিংওভার
(D) কায়াজমা
37. কোশচক্রের কোন্ দশায় DNA-এর প্রতিলিপি গঠিত হয়?-
(A) G1 দশা
(B) G2 দশা
(C) S দশা
(D) M দশা
38. আলুর যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয়, তা হল –
(A) কন্দ
(B) গ্রন্থিকাণ্ড
(C) স্ফীতকন্দ
(D) গুঁড়িকন্দ
39. সপুষ্পক উদ্ভিদের গ্রভযন্ত্রে কয়টি সহকারী কোশ থাকে? –
(A) 3 টি
(B) 2 টি
(C) 4 টি
(D) 4 টি
40. মনোযোগ, স্মৃতি, চিন্তাশক্তি প্রভৃতির দ্রুত বিকাশ ঘটে মানব পরিস্ফুরণের যে দশায় সেটি হল –
(A) শৈশব
(B) বয়ঃসন্ধি
(C) বার্ধক্য
(D) পরিণত দশা
41. RRYY জিনোটাইপমুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করে।
(A) এক ধরনের
(B) চার ধরনের
(C) দুই ধরনের
(D) তিন ধরনের
42. Y ক্রোমোজোমবাহিত জিনকে বলে –
(A) লিংকড জিন
(B) লেথাল জিন
(C) প্রকট জিন
(D) হোল্যানড্রিক জিন
43. সবুজ বর্ণান্ধতাকে বলা হয়
(A) প্রোটানোপিয়া
(B) ডিউটেরানোপিয়া
(C) টাইটানেপিয়া
(D) সায়ানোপিয়া
44. থ্যালাসেমিয়া রোগীদের সেহে যে ধাতু জমা হয় সেটি হল –
(A) লোহা
(B) তামা
(C) সিসা
(D) ক্যালশিয়াম
45. জুঁই ফুলে যে চলন দেখা যায় তা হল –
(A) থার্মোন্যাস্ট্রিক
(B) ফোটোন্যাস্টিক
(C) কেমোন্যাস্টিক
(D) সিসমোন্যাস্টিক
46. মটর গাছের মূল –
(A) অধিকর অক্সিনে অনুভূতিশীল
(B) কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল
(C) মাঝারি ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল
(D) (A) ও (B) উভয়ই হতে পারে।
47. প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয়, তা চিহ্নিত করো –
(A) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH.
(B) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
(C) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(D) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
48. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল –
(A) থ্যালামাস
(B) লঘুমস্তিষ্ক
(C) সুসুন্মাশীর্ষক
(D) হাইপোথ্যালামাস
49. পায়ের সম্মুখভাগ উত্তোলিত হতে সাহায্য করে
(A) এক্সটেনশর ডিজিটোরিয়াম
(B) বাইসেপস্ ফিমোরিস
(C) গ্যাস্ট্রোকানেমিয়াস
(D) কোরাকোরা কিয়ালিস
50. যেটি ক্ষারীয় প্রোটিন নয় তা হল –
(A) অর্জিনিন
(B) লাইসিন
(C) টাইক্লোসিন
(D) হিস্টিডিন