Bengali Science GK

1. পরাপরিস্রাবণ ঘটে নেফ্রনের কোন অংশে?
(A) বাওম্যান ক্যাপসুল
(B) দূরবর্তী সংবর্তনালিকা
(C) হেনলির লুপ
(D) গ্লোমেরুলাস

2. প্রতি মিনিটে বৃক্কে কত পরিমাণ মূত্র তৈরি হয়?
(A) 0.5ml
(B) 1ml
(C) 2ml
(D) 3ml

3. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কী বলে?
(A) ফেবিয়া
(B) পীতবিন্দু
(C) ক্ষয়িষ্ণু বিন্দু
(D) ব্লাইন্ড স্পট

4. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট অস্থির সংখ্যা
(A) 200
(B) 206
(C) 216
(D) 250

5. মিউকরের পুষ্টি পদ্ধতিটি হল—
(A) মৃতজীবী
(B) পরজীবী
(C) মিথোজীবী
(D) স্বভোজী

6. হেপাটাইটিস কী বাহিত রোগ?
(A) রক্তবাহিত
(B) মাছিবাহিত
(C) জলবাহিত
(D) মশকবাহিত

7. পুনোরোৎপাদন কোন্ প্রাণীতে দেখা যায়?
(A) স্পঞ্জে
(B) হাইড্রায়
(C) প্ল্যানেরিয়ায়
(D) অ্যামিবায়

8. অ্যান্টি অক্সিড্যান্ট ভিটামিন হল—
(A) A ও E
(B) A ও C
(C) A, CE
(D) C ও E

9. কোন্ প্রাণীর দেহে অ্যামাইটোসিস দেখা যায় ?
(A) হাইড্রা
(B) কেঁচো
(C) গোলকৃমি
(D) ব্যাকটেরিয়া

10. আবহসহিঞ্চুতা কোন্ উচ্চতা পর্যন্ত সম্ভব?
(A) 10000 ফুট
(B) 12000 ফুট
(C) 16000 ফুট
(D) 18000 ফুট

11. পরাশ্রয়ী উদ্ভিদ কোন্ অঙ্গের মাধ্যমে জল শোষণ করে?
(A) ভেলামেন
(B) হস্টোরিয়া
(C) মূলরোম
(D) পরাশ্রয়ী মূল

12. কোন্ উদ্ভিদ থেকে গঁদ পাওয়া যায় ?
(A) ফনিমনসা
(B) পাইন
(C) বট
(D) বাবলা

13. কোন্ হরমোনের দ্বারা পুরুষের BMR বৃদ্ধি হয়?
(A) অ্যাড্রিনালিন
(B) থাইরক্সিন
(C) গ্লুকোকটিকয়েড
(D) টেস্টোস্টেরন

14. পদ্মপাতায় জল না দাঁড়াতে পারার কারণ কী?
(A) পাতায় মোমের আস্তরণ থাকে
(B) পাতা জলের ওপরে থাকে
(C) পাতার কিনারা উঁচু
(D) পাতা বাতাসে নড়ে বলে

15. একটি কোশের একবার মাইটোসিসের পর কতগুলো অপত্য কোশের সৃষ্টি হয়?
(A) 2 টি
(B) 4 টি
(C) 8 টি
(D) 16 টি

16. E.M.P পথ কাকে বলে?
(A) অবাতশ্বসন
(B) গ্লাইকোলিসিস
(C) সবাতশ্বসন
(D) ক্রেবসচক্র

17. বিয়ারে কত শতাংশ অ্যালকোহল থাকে?
(A) 4-8 শতাংশ
(B) 1-6 শতাংশ
(C) 1-2 শতাংশ
(D) 10-12 শতাংশ

18. আধুনিক ঘোড়ার নাম কী?
(A) মেসোহিঙ্গাস
(B) ইক্যুয়াস
(C) মেরিডিয়াস
(D) ইওহিপ্পাস

19. মস্তিষ্কের কোন অংশ মানুষের গমনে সাহায্যকারী?
(A) লঘুমস্তিষ্ক
(B) থ্যালামাস
(C) গুরুমস্তিষ্ক
(D) সুষম্না শীর্ষক

20. প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত?
(A) 1.36 কিগ্রা
(B) 1.65 কিগ্রা
(C) 1.50 কিগ্রা
(D) 1.56 কিগ্রা

Bengali Science GK Old Papers
Objective Questions Previous Papers
MCQs Sample Question
Mock Test Model Set
Important Question

21. আলোর কোন কারণের জন্য রামধনু সৃষ্টি হয়?
(A) বিক্ষেপণ
(B) বিচ্ছুরণ
(C) প্রতিসরণ
(D) প্রতিফলন

22. কোনো আবদ্ধ পাত্র করে জল চাঁদে নিয়ে গিয়ে পাত্রটি খুললেন, পাত্রের জলের কী প্রতিক্রিয়া হবে?
(A) ফুটবে
(B) জমে যাবে
(C) O2 এবং H2-এ বিশ্লিষ্ট হবে
(D) বাষ্পায়িত হবে

23. মানুষের হাত কোন্ শ্রেণির লিভারের উদাহরণ?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) কোনোটিই

24. নীচের বর্ণগুলির মধ্যে কোন্‌টি প্রাথমিক বর্ণ নয়?
(A) নীল
(B) সবুজ
(C) লাল
(D) কালো

25. রামন এফেক্ট কোন্ বিষয়ের গবেষণায় ব্যবহৃত হয়?
(A) আণবিক শক্তি
(B) ক্রোমোজোম
(C) কোশতত্ত্ব
(D) এক্সরশ্মি

26. ক্যালকুলাসের জনক কাকে বলা হয়?
(A) মেন্ডেলিফ
(B) আইজ্যাক নিউটন
(C) ইউক্লিড
(D) কোপার্নিকাস

27. কোন্ কয়লায় কার্বন বেশি আছে?
(A) পিট
(B) লিগনাইট
(C) বিটুমিনাস
(D) অ্যানথ্রাসাইট

28. কোনো অ্যান্টিবডি নেই কোন্ গ্রুপের রঙে?
(A) A
(B) B
(C) AB
(D) O

29. আলোর গতিবেগ কত?
(A) 84332 মাইল/সেকেন্ড
(B) 186300 মাইল/সেকেন্ড
(C) 143880 মাইল/সেকেন্ড
(D) 248500 মাইল/সেকেন্ড

30. 104° ফারেনহাইট, সেন্টিগ্রেড স্কেলে কত ডিগ্রি?
(A) 40°
(B) 25°
(C) 76°
(D) 32°

31. কোন্ বর্ণ দুটি পরস্পরের পরিপূরক বর্ণ?
(A) নীল ও লাল
(B) সবুজ ও হলুদ
(C) লাল ও হলুদ
(D) নীল ও হলুদ

32. প্রাণীর দাঁতে কোন্ উপাদান প্রধান হিসাবে থাকে?
(A) সোডিয়াম ক্লোরাইড
(B) চিনি
(C) ক্যালশিয়াম ফসফেট
(D) নিকেল

33. কোন্ পদার্থের দ্বারা জাপান ব্ল্যাক তৈরি হয়?
(A) গ্যাস কার্বন
(B) ঝুল
(C) অঙ্গার
(D) কোক

34. হাইড্রোজেন বোমা কোন্ পদ্ধতিতে সৃষ্টি হয়?
(A) নিউক্লীয় সংযোজন
(B) শৃঙ্খল বিক্রিয়া
(C) নিউক্লীয় বিয়োজন
(D) কৃত্রিম মৌলান্তর

35. গভীর সমুদ্রে ডুবুরিরা শ্বাসপ্রশ্বাসের মধ্যে কীসের মিশ্রণ ব্যবহার করে?
(A) H2 ও O2
(B) O2 ও CO2
(C) O2 ও He
(D) O2 ও N2

36. কিসের দ্বারা সিসার বিষক্রিয়া নাশ করে?
(A) EDTA
(B) সিস প্লাটিন
(C) ডিমের সাদা অংশ
(D) নিকেল

37. এক হর্স পাওয়ার কত ওয়াটের সমতুল্য?
(A) 100 ওয়াট
(B) 1000 ওয়াট
(C) 746 ওয়াট
(D) 467 ওয়াট

38. ELISA কোন্ রোগ নির্ণয়ের পদ্ধতি?
(A) এইডস
(B) ক্যানসার
(C) ডায়াবেটিস
(D) যক্ষা

39. লোহার পাতে জিঙ্ক দ্বারা লেপনকে কী বলা হয় ?
(A) আয়োনাইজেশন
(B) ইলেকটোপ্লেটিং
(C) গ্যালভানাইজেশন
(D) কোনোটিই নয়

40. দাড়ি কামাবার আয়না হিসাবে কোন্‌টি ভালো?
(A) উত্তল
(B) অধিবৃত্তীয়
(C) সমতল
(D) অবতল

41. কীসের ব্যবহারের ফলে খাবার সুস্বাদু হয়?
(A) ফর্মিক অ্যাসিড
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) ইথালন
(D) ভিনিগার

42. সালফার কোন্ পদার্থে দ্রবীভূত হয়?
(A) উত্তপ্ত বেঞ্জিন
(B) ঠান্ডা জল
(C) উত্তপ্ত জল
(D) উত্তপ্ত HCI

43. সোনার পারদ সংকর কী কাজে ব্যবহৃত হয়?
(A) দর্পণ তৈরিতে
(B) বিজারক রূপে
(C) দাঁতের কাজে
(D) সবকটি

44. বিরল মৃত্তিকা মৌল কোন্ পর্যায়ের?
(A) II
(B) V
(C) VI
(D) VII

45. লেবুতে কোন্ অ্যাসিড থাকে?
(A) সাইট্রিক অ্যাসিড
(B) ফর্মিক অ্যাসিড
(C) ম্যালিক অ্যাসিড
(D) ল্যাকটিক অ্যাসিড

46. KNO3 কোন্ ধরনের লবণ?
(A) বেসিক লবণ
(B) নর্মাল লবণ
(C) বাই লবণ
(D) কোনোটাই নয়

47. “বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকালই স্থির অবস্থায় থাকবে”—কার উক্তি?
(A) আর্কিমিডিস
(B) নিউটন
(C) আইনস্টাইন
(D) গ্যালিলিও

48. দুই খণ্ড বরফকে একত্রে চাপ দিলে জোড়া লাগার কারণ কী?
(A) চাপ বাড়লে গলনাঙ্ক বৃদ্ধি পায়
(B) চাপ কমলে গলনাঙ্ক বৃদ্ধি পায়
(C) চাপ বাড়ালে গলনাঙ্ক হ্রাস পায়
(D) কোনোটিই নয়

49. KHCO3 কোন্ ধরনের লবণ?
(A) বাইলবণ
(B) অ্যাসিড লবণ
(C) ক্ষারীয় লবণ
(D) শমিত লবণ

50. চিলি সল্ট পিটার সবচেয়ে বেশি পাওয়া যায় কোন্ মহাদেশে?
(A) উত্তর আমেরিকা
(B) ইউরোপ
(C) দক্ষিণ আমেরিকা
(D) এশিয়া