Bengali Life Science GK Model Question Papers

Bengali Life Science GK Model Question Papers for the written examination is given below. Candidates who are looking for Bengali Life Science GK Model question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Bengali Life Science General Knowledge Model Question Papers pdf. Free downloading links of the Bengali Life Science GK Model Question Papers are provided here. Click on the enclosed links to get the Bengali Life Science GK Model Question Papers PDF. Here, we provided the Bengali Life Science GK Model Question Papers just as a reference for the preparation.

Bengali Life Science GK Model Question Papers

Model Question Papers on Life Science GK in Bengali

1. প্রতিকূল অভিকর্ষজ চলন পরিলক্ষিত হয় –
(A) ক্যাকটাসের মূলে
(B) টিউলিপ ফুলে
(C) সুন্দরীর শ্বাসমূলে
(D) পাতাশ্যাওলার পাতার কোশে

2. কোন্ হরমোন প্রয়োগ করে ফুলদানিতে ফুল দীর্ঘদিন সতেজ রাখা যায়? –
(A) সাইটোকাইনিন
(B) জিব্বেরেলিন
(C) ফ্লোরিজেন
(D) অ্যাবসাইসিক অ্যাসিড

3. ক্যালোরিজেনিক হরমোন হল –
(A) STH
(B) থাইরক্সিন
(C) ACTH
(D) GTH

4. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী তা হল –
(A) কোরয়েড
(B) স্ক্লেরা
(C) করনিয়া
(D) রেটিনা

5. রোটেটর পেশির উদাহরণ হল-
(A) ট্রাইসেপস্ পেশি
(B) পাইরিফরমিস্ পেশি
(C) ডেলটয়েড পেশি
(D) কোয়াড্রিসেপস্ পেশি

6. মাইটোসিসের যে দশায় অপত্য ক্রোমোজোম জন্মায় তা হল –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ

7. নীচের কোন্‌টি সঠিক জোড় নয়? –
(A) হাইড্রা – বহুবিভাজন
(B) কচুরিপানা – খর্বধারক
(C) স্পাইরোগাইরা – খন্ডীভবন
(D) প্ল্যানেরিয়া – পুনরুৎপাদন

8. মূলজ মুকুলের মাধ্যমে জনন সম্পন্ন করে –
(A) রাঙাআলু
(B) আলু
(C) ঘাস
(D) পাথরকুচি

9. ইতর পরাগযোগের ক্ষেত্রে সঠিক তথ্যটি হল –
(A) একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটে
(B) ফুলগুলি অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়
(C) বাহকের প্রয়োজন হয়
(D) পরাগরেণুর অপচয় ঘটে না

10. মানব বিকাশের যে দশায় স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে, তা হল –
(A) বয়ঃসন্ধি
(B) বার্ধক্য
(C) শৈশব
(D) সদ্যোজাত

11. হোল্যানড্রিক জিন অবস্থান করে –
(A) X-ক্রোমোজোমে
(B) Y-ক্রোমোজোমে
(C) অটোজোমে
(D) 21 নং ক্রোমোজোমে

12. রোলার ভি একপ্রকার –
(A) প্রকট বৈশিষ্ট্য
(B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(C) সহপ্রকট বৈশিষ্ট্য
(D) অসম্পূর্ণ প্রকট বৈশিষ্ট্য

13. ডিম্বাণু কোন্ প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয়?
(A) 22A+Y
(B) 22A+ X
(C) 23A+ X
(D) 44A + XI

14. বর্ণান্ধ পিতার জিনোটাইপ হল
(A) Xc+y
(B) XcY
(C) XcYc
(D) YcYc

15. বনচাড়ালের পাতার পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠানামা করে, এটি কোন্ ধরনের চলন?
(A) স্বতঃস্ফর্ত চলন
(B) প্রবাহ গতি
(C) প্রকরণ চলন
(D) বজ্রচলন

16. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল? –
(A) কাণ্ড
(B) মূল
(C) পাতা
(D) ফল

17. মানুষের সুযুম্না স্নায়ুর সংখ্যা
(A) 12 জোড়া
(B) 31 জোড়া
(C) 10 জোড়া
(D) 5 জোড়া

18. বয়ঃসন্ধিকালে স্ত্রীলোকদের জননাঙ্গের পরিণতিতে সাহায্যকারী হরমোন হল –
(A) ইস্ট্রোজেন
(B) LH
(C) FSH
(D) প্রোজেস্টেরন

19. পায়রার লেজের পালককে বলে –
(A) রেমিজেস
(B) বার্ব
(C) বাবিউল
(D) রেকট্রিসেস

20. ক্লিভেজ বা রোইং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে –
(A) প্রাণীকোশে
(B) উদ্ভিদকোশে
(C) ব্যাকটেরিয়ার কোশে
(D) প্রোক্যারিওটিক কোশে

21. কোরকোপম দ্বারা বংশবিস্তার করে –
(A) ইস্ট
(B) প্লাসমোডিয়াম
(C) অ্যামিবা
(D) প্ল্যানেরিয়া

22. সপুষ্পক উদ্ভিদের গর্ভর্যন্ত্রে কটি সহকারী কোশ (Synergids) থাকে?
(A) 3টি
(B) 2টি
(C) 4টি
(D) 1টি

23. কোশচক্রের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় ?
(A) মেটাফেজ
(B) নাফেজ
(C) প্রোফেজ
(D) টেলোফেজ

24. প্ল্যানেরিয়ার দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ডক থেকে নতুন অপত্যের জন্ম হয়। জননের এই পদ্ধতিটির নাম—
(A) দ্বিবিভাজন
(B) পুনরুৎপাদন
(C) সিনগ্যামি
(D) কোরকোগম

25. ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে, তাকে বলে ওই জিনের –
(A) অ্যালিল
(B) মিউটেশন
(C) লোকাস
(D) জিনোম

26. প্রদত্ত কোন্ রোগটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ? –
(A) হিমোফিলিয়া
(B) ম্যালেরিয়া
(C) গয়টার
(D) টাইফয়েড

27. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? –
(A) 100%
(B) 25%
(C) 75%
(D) 50%

28. মটর গাছের ওপর প্রজনন সংক্রান্ত পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন—
(A) ল্যামার্ক
(B) ডারউইন
(C) ক্রিস
(D) মেন্ডেল

29. প্রদস্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি নির্বাচন করো
(A) ফলের আকৃতি – স্ফীত
(B) ফলের বর্ণ–সবুজ
(C) কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা
(D) বীজের বর্ণ—সবুজ

30. প্রদত্ত কোন্ জোড়টি সঠিক নয়? –
(A) সিসমোন্যাস্টি–লজ্জাবতী
(B) কেমোন্যাস্টি–সূর্যমুখী
(C) ফোটোন্যাস্টি—পদ্ম
(D) গর্মেন্যাস্টি—টিউলিপ

31. মস্তিষ্কের যে অংশটি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে তা হল –
(A) পনস্
(B) লঘুমস্তিষ্ক
(C) থ্যালামাস
(D) হাইপোথ্যালামাস

32. যে সন্ধিতে সঞ্চালন ঘটে না তা হল-
(A) করোটির সন্ধি
(B) হাঁটু সন্ধি
(C) গোড়ালি সন্ধি
(D) উরু সন্ধি

33. জিনগত বামনত্ব দূর করতে সাহায্য করে কোন হরমোন?
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) সাইটোকাইনিন
(D) ইথিলিন

34. বৃত্তীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে কোন হরমোন? –
(A) অ্যাড্রিনালিন
(B) ADH
(C) STH
(D) হাইরক্সিন

35. কোশচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশাটি হল –
(A) প্রোফেজ
(B) ইন্টারফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ

36. কোন্‌টি RNA-তে অনুপস্থিত? –
(A) অ্যাডেনিন
(B) গুয়ানিন
(C) থাইমিন
(D) সাইটোসিন

37. প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক? –
(A) জাইগোট হল হ্যাপ্লয়েড প্রকৃতির
(B) মানব বিকাশের ২টি দশা বর্তমান
(C) মানব বিকাশের দ্বিতীয় দশাটি হল বয়ঃসন্ধি দশা
(D) বার্ধক্য দশায় জিভের স্থাকোরাকের সংখ্যা কমে যায়।

38. BbRR জিনোটাইপের ফিনোটাইপ কী হবে?
(A) সাদা ও মসৃণ দেহলোম
(B) সাদা ও অমসৃণ দেহলোম
(C) কালো ও অমসৃণ দেহলোম
(D) কালো ও মসৃণ দেহলোম

39. একজন স্বাভাবিক পুরুষের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা –
(A) 44A + XX
(B) 44A+XY
(C) 44+XXY
(D) 44A+XO

40. কোন্ রোগটি অটোজোমবাহিত ? –
(A) হিমোফিলিয়া – A
(B) হিমোফিলিয়া -B
(C) থ্যালাসেমিয়া
(D) বর্ণান্ধতা

41. YYRr জিনোটাইপযুক্ত জীব থেকে কতগুলি গ্যামেট উৎপন্ন হবে।
(A) 1 প্রকার
(B) 3 প্রকার
(C) 2 প্রকার
(D) 4 প্রকার

42. একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে –
(A) ½ হিমোফিলিক
(B) 1/4হিমোফিলিক
(C) সকালেই হিমোফিলিক
(D) 1/3 হিমোফিলিক

43. ভলভঙ্গ নামক শৈবালে দেখা যায় –
(A) জিওট্রপিক চলন
(B) ফোটোট্রপিক চলন
(C) ফোটোট্যাকটিক চলন
(D) কেমোন্যাস্টিক চলন

44. অ্যান্টিকিটোজেনিক হরমোন হল –
(A) TSH
(B) ADH
(C) ইনসুলিন
(D) পাইরক্সিন

45. প্রদত্ত কোন্‌টি অ্যাক্সনের বৈশিষ্ট্য নয়?
(A) নিজ দানা
(B) অ্যাক্সোলেমা
(C) সোয়ান কোশ
(D) নিউরোলেমা

46. নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনটি হল –
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) সাইটোকাইনিন
(D) ইপিলিন

47. হাত ভাঁজ করতে কোন্ পেশি ক্রিয়া করে?
(A) অ্যাবডাকটর
(B) অ্যাভাকটর
(C) ফ্রেক্সর
(D) এক্সটেনশর

48. নিউক্লিওলাস সৃষ্টি হয় যে ক্রোমোজোমীয় অংশ থেকে তা হল –
(A) মুখ্য খাঁজ
(B) গৌণ হাঁজ
(C) ক্রোমাটিন
(D) টেলোমিয়ার

49. DNA-এর গঠনগত উপাদান নয়?
(A) ডিঅক্সিরাইবোজ শর্করা
(B) ফসফোরিক অ্যাসিড
(C) ইউরাসিল ক্ষারক
(D) অ্যাডিনিন ক্ষারক

50. একটি পতঙ্গপরাগী উদ্ভিদ হল –
(A) আম
(B) পাতাঝাঝি
(C) শিমুল
(D) ধান