Bengali Science GK MCQ
Bengali Science GK MCQ Question Papers for the written examination is given below. Candidates who are looking for Bengali Science GK MCQ question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Bengali Science General Knowledge MCQs Question Papers pdf. Free downloading links of the Bengali Science GK MCQ Question Papers are provided here. Click on the enclosed links to get the Bengali Science GK MCQs Question Papers PDF. Here, we provided the Bengali Science GK MCQs Question Papers just as a reference for the preparation.
MCQ Question Papers on Science GK in Bengali
1. কোশে জল ছাড়া আর কী সর্বাধিক পরিমাণে থাকে?
(A) কার্বোহাইড্রেট
(B) স্নেহপদার্থ
(C) ক্ষার
(D) কোনোটাই নয়
2. অ্যালজাইমার রোগ কোন্ ভিটামিনের অভাবে হয়?
(A) A
(B) E
(C) C
(D) B12
3. মানবদেহে কোন্ খাদ্যের দ্বারা নাইট্রোজেন সরবরাহ হয়?
(A) প্রোটিন
(B) ভিটামিন
(C) শর্করা
(D) চর্বি
4. মস্তিষ্কের কোন্ অংশ দ্বারা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়?
(A) সেরিবেলাম
(B) সুষুম্নাকান্ড
(C) সেরিব্রাম
(D) হাইপোথ্যালামাস
5. মায়োটোম পেশি কোন্ প্রাণীর দেহে দেখা যায় ?
(A) মানুষ
(B) আরশোলা
(C) কেঁচো
(D) মাছ
6. অ্যালারি পেশি কোন্ প্রাণীর দেহে দেখা যায়?
(A) আরশোলা
(B) ফড়িং
(C) মাছ
(D) পায়রা
7. 1g হিমোগ্লোবিনে কত পরিমাণ O2 ছাড়া হয়?
(A) 1ml.
(B) 1.34ml.
(C) 13.4ml.
(D) 134ml
8. লার্ভার জনন পদ্ধতিকে কী বলে?
(A) সিনগ্যামি
(B) পারথেনোকার্পি
(C) পারথেনোজেনেসিস
(D) পিডোজেনেসিস
9. মানবদেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত?
(A) 1 জোড়া
(B) 22 জোড়া
(C) 23 জোড়া
(D) 1 টি
10. মাকড়সার রক্তরসে কোন প্রকার শ্বাসরঞ্জক থাকে?
(A) মায়োগ্লোবিন
(B) হিমোসায়ানিন
(C) হিমোগ্লোবিন
(D) গুয়ানিন
11. 100 cc রক্তে কত পরিমাণ হিমোগ্লোবিন থাকে?
(A) 10 g
(B) 14.5g
(C) 15g
(D) 25g
12. প্যারপোডিয়া কোন্ প্রাণীর গমনাঙ্গ?
(A) কেঁচো
(B) নেরিস
(C) জোঁক
(D) আরশোলা
13. মানুষের একটি নিউরো হরমোন হল—
(A) অক্সিটোসিন
(B) থাইরক্সিন
(C) ACTH
(D) LH
14. কোন ক্রোমোজোমকে দেখতে ইংরেজি ‘J’ আকৃতির?
(A) মেটাসেন্ট্রিক
(B) সাবমেটাসেন্ট্রিক
(C) টেলোসেন্ট্রিক
(D) অ্যাক্রোসেন্ট্রিক
15. জিন কী দ্বারা গঠিত?
(A) প্রোটিন
(B) নিউক্লিওটাইড
(C) কাবোহাইড্রেট
(D) মিউকোপলিপেপটাইড
16. পুরুষের লিঙ্গ-নির্ধারক ক্রোমোজোম জোড়াটি হল—
(A) XX
(B) XY
(C) XO
(D) XXX
17. যৌনজনন দেখা যায় কোন্ প্রাণীর?
(A) কেঁচো
(B) হাইড্রা
(C) অ্যামিবা
(D) প্যারামিসিয়াম
18. দ্বি-সংকর জননের টেস্ট ক্রুশ অনুপাত হল—
(A) 1:1
(B) 1 :1: 1:1
(C) 3 : 1
(D) 9:3:3:1
19. কোন্ গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না?
(A) গরান
(B) গেঁওয়া
(C) রাইজোফোরা
(D) সুন্দরী
20. আদর্শ ক্যানসার কোশের নিদর্শন হল –
(A) কলা কোশ
(B) মেলা কোশ
(C) ভেলা কোশ
(D) হেলা কোশ
Bengali Science GK | Old Papers |
Objective Questions | Previous Papers |
MCQs | Sample Question |
Mock Test | Model Set |
Important Question |
21. কোশচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা হয়েছে?
(A) 2টি
(B) 1টি
(C) 3টি
(D) 4টি
22. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কর?
(A) কলসপত্রী
(B) স্বর্ণলতা
(C) সূর্যশিশির
(D) কোন্টাই নয়
23. মাছের কোন পাখনা দিক পরিবর্তনের সাহায্য করে?
(A) পায়ুপাখনা
(B) পুচ্ছপাখনা
(C) পৃষ্ঠপাখনা
(D) শ্রোণিপাখনা
24. সারভাইক্যাল স্নায়ুর সংখ্যা কত?
(A) দশ জোড়া
(B) নয় জোড়া
(C) আট জোড়া
(D) সাত জোড়া
25. পাখির দেহে বায়ুথলির সংখ্যা কত?
(A) 7 টি
(B) 8 টি
(C) 9 টি
(D) 10 টি
26. বর্তমানে কোন্ ভাষায় বৈজ্ঞানিক নাম রোমান হরফে লিখতে হয়?
(A) মান্দারিন
(B) ল্যাটিন
(C) ফ্রেঞ্জ
(D) জার্মান
27. D.N.A. অণুতে কোন্ ক্ষারটি থাকে না?
(A) গুয়ানিন
(B) অ্যাডিনিন
(C) ইউরাসিল
(D) থাইমিন
28. প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল কোথায়?
(A) স্থলে
(B) জলে
(C) আকাশে
(D) সমুদ্রের জলে
29. ক্রোমোটিডের চলন কোন্ দশায় সংগঠিত হয়?
(A) অ্যানাফেজ
(B) টেলোফেজ
(C) মেটাফেজ
(D) প্রোফেজ
30. তরুক্ষীর রেচনকারী একটি উদ্ভিদের নাম করো?
(A) নারকেল
(B) বাবলা
(C) পাইন
(D) পেঁপে
31. স্টক ও শিয়ন কোন্ কলমে দেখা যায় ?
(A) গুটিকলম
(B) দাবাকলম
(C) চোখকলম
(D) জোড়াকলম
32. অক্সিজেন উৎপাদনের জন্য কত কোয়ান্টা আলো প্রয়োজন?
(A) 4
(B) 3
(C) 2
(D) 8
33. Herborium of Forest Research Institute কোথায় অবস্থিত?
(A) দেরাদুন
(B) কলকাতা
(C) লক্ষ্ণৌ
(D) মুম্বাই
34. হিমোগ্লোবিন সংশ্লেষে কোন্ ভিটামিন ব্যবহৃত হয়?
(A) ফোলিক অ্যাসিড
(B) ‘A’ ও ‘B’
(C) B5
(D) B12
35. ‘Xanthomonascitri’—কোন্ গাছে দেখা যায় ?
(A) লেবু
(B) চা
(C) ধান
(D) তামাক
36. ধান গাছ কোন্ ফ্যামিলির অন্তর্গত?
(A) মালভেসি
(B) সোলানেসি
(C) ইউফরবিয়েসি
(D) পোয়েসি
37. ধুতুরা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
(A) Nacotiana tobocum
(B) Ephedra Oererdiana
(C) Datura Stromonium
(D) Rouwolyic serpentina
38. কোশচক্র যে দশায় প্রবেশ করলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাকে কী বলে?
(A) G2 দশা
(B) S দশা
(C) G1 দশা
(D) Go দশা
39. সাইন্যাপস কী?
(A) দুটি অ্যাক্সনের মিলনস্থল
(B) দুটি ডেনড্রাইটের মিলনস্থল
(C) অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থল
(D) দুটি কোশ দেহের মিলনস্থল
40. প্রাত্যহিক চাহিদা সর্বাপেক্ষা বেশি কোন্ ভিটামিনের?
(A) ভিটামিন C
(B) ভিটামিন A
(C) ভিটামিন B2
(D) ভিটামিন B12
41. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?
(A) ওয়ালডেয়ার
(B) সাটন
(C) মেন্ডেল
(D) বোভারি
42. জিহ্বা ছাড়া স্বাদকোরক দেখা যায় এমন একটি স্থানের নাম করো?
(A) মুখগহ্বর
(B) গলবিল
(C) নাক
(D) আলজিহ্বা
43. সর্বপ্রথম ক্লোরোফিল নামকরণ কে করেন?
(A) পেলিসিয়ার
(B) ক্রেবস
(C) খ্রিস্টলে
(D) কেলভিন
44. সালোকসংশ্লেষের কোন পর্যায়ে একাধিক উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে?
(A) আলোক দশা
(B) আবর্তক দশা
(C) আঁধার দশা
(D) অনাবর্তক দশা
45. কোন্ দশার শুরুতে সেন্ট্রোমিয়ারটি দুভাগে বিভক্ত হয়ে যায়?
(A) অ্যানাফেজ
(B) টেলোফেজ
(C) প্রোফেজ
(D) মেটাফেজ
46. এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত?
(A) 1: 2:1
(B) 3:1
(C) 2:1
(D) 4 : 1
47. দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কত?
(A) 4:1
(B) 3: 1: 3:4
(C) 3 : 1
(D) 9:3 : 3:1
48. Indian Botanical Garden কোথায় অবস্থিত?
(A) দার্জিলিং
(B) দেরাদুন
(C) হাওড়া (শিবপুর)
(D) লক্ষ্ণৌ
49. নিষেকের পর ফুলের কোন্ অংশটি বীজে পরিণত হয়?
(A) ডিম্বক
(B) ডিম্বাণু
(C) ডিম্বাশয়
(D) ডিম্বনালী
50. নিষেকের পর ফুলের কোন্ অংশটি ফলে পরিণত হয়?
(A) ডিম্বাশয়
(B) ডিম্বক
(C) ডিম্বাণু
(D) ডিম্বনালী