Bengali Life Science GK Sample Question Papers

1. AaBbCc জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে?
(A) 4 ধরনের
(B) ৪ ধরনের
(C) 2 ধরনের
(D) 1 ধরনের

2. প্রদত্ত কোন্ জোড়টি প্রচ্ছন্ন হবে তা স্থির করো –
(A) লম্বা কাণ্ড ও কাক্ষিক পুষ্প
(B) গোল বীজ ও হলুদ বীজত্বক
(C) সবুজ বর্ণের শুটি ও বেঁটে কাণ্ড
(D) হলুদ বর্ণের শুঁটি ও কুণ্ঠিত বীজ

3. কোনো একজন মহিলা বর্ণান্ধ হলে প্রদত্ত কোন্‌টি সঠিক? –
(A) কেবল বাবা বর্ণান্ধ
(B) কেবল মা বর্ণান্ধ
(C) মা বাহক এবং বাবা স্বাভাবিক
(D) মা বাহক এবং বাবা বর্ণান্ধ

4. বনচাঁড়ালের পার্শ্বপত্রবদ্ধয় ক্রমাগত ওঠানামা করতে থাকে, একে বলে –
(A) ট্রপিক চলন
(B) ন্যাস্টিক চলন
(C) ট্যাকটিক চলন
(D) প্রকরণ চলন

5. একটি কৃত্রিম হরমোন হল-
(A) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
(B) ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড
(C) জিব্বেরেলিক অ্যাসিড
(D) জিয়াটিন

6. মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল-
(A) TSH
(B) ADH
(C) ইস্ট্রোজেন
(D) প্রোজেস্টেরন

7. স্নায়বিক উদ্দীপনা পরিবহণের জন্য স্নায়ুকোশ থেকে ক্ষরিত হয় –
(A) অ্যাসিটাইলকোলিন
(B) নিউরোপেপটাইড
(C) ভেসোপ্রেসিন
(D) অক্সিটোসিন

8. মানুষের দ্বিপদ গমনের সময় ঐচ্ছিক পেশির ছান্দিক বিচলন নিয়ন্ত্রণ করে –
(A) থ্যালামাস
(B) হাইপোথ্যালামাস
(C) গুরুমস্তিষ্ক
(D) লঘুমস্তিষ্ক

9. অণুবীক্ষণ যন্ত্রে তুমি একটি দেহকোশের ক্রোমোজোমগুলিকে কোশের নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে আছে দেখলে। এটি কোশচক্রের
(A) সংশ্লেষ দশা
(B) মেটাফেজ দশা
(C) অ্যানাফেজ দশা
(D) টেলোফেজ দশা

10. কোশচক্রের কোন্ দশায় DNA প্রতিলিপিকরণ ঘটে?
(A) G1 দশায়
(B) G2 দশায়
(C) G0 দশায়
(D) S দশায়

11. কোনো উদ্ভিদের পাতার কোশের ক্রোমোজোম সংখ্যা 12 হলে, এর মূলের কোশের ক্রোমোজোম সংখ্যা হবে –
(A) 2n=12
(B) n=12
(C) 2n=24
(D) n=6

12. নিম্নলিখিতগুলির মধ্যে উদ্ভিদের বৃদ্ধি ও পরিস্ফুটনের ক্ষেত্রে কোন্ ক্রমটি সঠিক? –
(A) কোশ বিভাজন → কোশ দীর্ঘিকরণ → কোশ বিভেদীকরণ
(B) বেশ দীর্ঘিকরণ → কোশ বিভাজন → কোশ বিভেদীকরণ
(C) কোশ বিভাজন → কোশ বিভেদীকরণ → কোশ দীর্ঘিকরণ
(D) কোশ দীকিরণ → কোশ বিভেদীকরণ → কোশ বিভাজন

13. মেন্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের Fy জনুতে কতগুলি ফিনোটাইপ দেখা যায়?
(A) 1
(B) 16
(C) 4
(D) 9

14. একটি কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগের যদি কালো মসৃণ ও সাদা মসৃণ লোমযুক্ত শাবক জন্মায় তাহলে মাতৃ গিনিপিণের জিনোটাইপ হবে।
(A) BBRR
(B) BbRR
(C) BBRr
(D) BbRr

15. মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের ওপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি হল—
(A) X-ক্রোমোজোম
(B) Y- ক্রোমোজোম
(C) অটোজোম
(D) a ও b উভয়ই

16. কোনো পরিবারে ভাই ও বোন যদি দুজনেই বর্ণান্ধ হয় তাহলে নিশ্চিতভাবে বলা যাবে
(A) মা বর্ণান্ধ
(B) বাবা বর্ণান্ধ
(C) মা ও বাবা উভয়েই বর্ণান্ধ
(D) মা বর্ণান্ধতার বাহ ও বাৰা স্বাভাবিক

17. থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হল –
(A) লোহা
(B) তামা
(C) সিসা
(D) ক্যালশিয়াম

18. সূর্যশিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। এটি
(A) উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত সিসমোন্যাস্টিক চলন
(B) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত কেমোট্রপিক চলন
(C) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত কেমোন্যাস্টিক চলন
(D) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত ফোটোট্রপিক চলন

19. উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে –
(A) সাইটোকাইনিন
(B) অক্সি
(C) ইথিলিন
(D) জিব্বরেলিন

20. প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
(A) ACTH-এর কম ক্ষরণে কুশিং বর্ণিত রোগের লক্ষণ প্রকাশ পায়
(B) STH-এর অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়
(C) ADH-এর কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়
(D) থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে গ্রেভস বর্ণিত রোগ হয়

21. মানব দেহের দশম করোটীয় স্নায়ুটি হল –
(A) ফেসিয়াল নার্ড
(B) সোফ্যারিডিয়াল নার্ভ
(C) ভেগাস নার্ভ
(D) অডিটরি নার্ভ

22. মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ‘v’ আকৃতির গমনে সাহায্যকারী পেশির নাম হল-
(A) পেকটোরালিস মেজর
(B) মায়োটোম
(C) পেকটোরালিস মাইনর
(D) কোরাকোব্রাকিয়ালিস

23. মিয়োসিস কোশ বিভাজন সংক্রান্ত কোন্ তথ্যটি সঠিক নয়। –
(A) এটিকে হ্রাস বিভাজন বলা হয়
(B) এর প্রথম দশাটিকে হ্রাস বিভাজন ও পরের দশাটিকে সদৃশ বিভাজন বলা হয়
(C) এর প্রথম দশাটিকে সদৃশ বিভাজন ও পরের দশাটিকে হ্রাস বিভাজন বলা হয়
(D) মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশে অর্ধেক হয়

24. কোশচক্রের পর্যায়গুলি হল যথাক্রমে –
(A) ইন্টারফেক্ত G1 ফেজ → S ফেজ → মাইটোটিক ফেজ
(B) G1 ফেজ → G2 ফেজ → S ফেজ → মাইটোটিক ফেজ
(C) G1 ফেজ → G2 ফেজ -> মাইটোটিক ফেজ
(D) মাইটোটিক ফেজ → ইন্টারফেজ → G ফেজ →S ফেজ

25. একটি পক্ষীপরাগী ফুল হল –
(A) ধান
(B) সূর্যমুখী
(C) শিমুল
(D) আম

26. জনন অ্ঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –
(A) শৈশব দশায়
(B) বয়ঃসন্ধি দশায়
(C) বার্ধক্য দশায়
(D) সদ্যোজাত দশায়

27. BBRr জিনোটাইপযুক্ত গিনিপিগ কত ধরনের গ্যামেট তৈরি করতে পারে? –
(A) এক ধরনের
(B) তিন ধরনের
(C) দুই ধরনের
(D) চার ধরনের

28. একটি বিশুদ্ধ সাদা ও একটি বিশুদ্ধ লাল ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হল। এক্ষেত্রে F2 জনুতে প্রাপ্ত ফলাফলের জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত হল যথাক্রমে –
(A) 3 : 1 এবং 1 :1: 2
(B) 1: 2:1 এবং 1: 21
(C) 1:21 এবং 3:1
(D) 2:1:1 এবং 1: 2:11

29. খ্রিস্টমাস ডিজিজ নামে পরিচিত –
(A) হিমোফিলিয়া-A
(B) হিমোফিলিয়া-B
(C) α-থ্যালাসেমিয়া
(D) β-থ্যালাসেমিয়া

30. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত?
(A) 100%
(B) 25%
(C) 75%
(D) 50%

31. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল –
(A) ফোটোন্যাস্টি চলন
(B) সিসমোন্যাস্টি চলন
(C) কেমোন্যাস্টি চলন
(D) থার্মোন্যাস্টি চলন

32. উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন?
(A) অক্সিন
(B) সাইটোকাইনিন
(C) জিব্বেরেলিন
(D) ফ্লোরিজেন

33. একটি লোকাল হরমোন হল –
(A) থাইরক্সিন
(B) অ্যাড্রিনালিন
(C) গ্যাসটিন
(D) ইনসুলিন

34. সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণটি হল –
(A) সাইকেল চালানো
(B) সাঁতার কাটা
(C) কবিতা আবৃত্তি করা
(D) হাতে গরম লাগলে হাত সরিয়ে নেওয়া

35. তোমার ভাঁজ করা হাতকে প্রসারিত করবে কোন পেশির সাহায্যে?
(A) বাইসেপস্ পেশি
(B) ট্রাইসেপস্ পেশি
(C) ডেলটয়েড পেশি
(D) ল্যাটিসিমাস ডরসি

36. মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় ডিস্পাইরিলাইজেশন ঘটে সেটি হল –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ

37. ক্রসিংওভারে ক্রোমাটিডের খন্ড বিনিময়ের প্রকৃতি নির্ধারণ করো –
(A) ডায়াডের যে-কোনো দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে
(B) অসমসংস্থ ক্রোমোজোমের দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে
(C) সমসংস্য ক্রোমোজোমের দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে
(D) সমসংস্থ ক্রোমোজোমের দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে

38. দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করবে?
(A) খণ্ডীভবন
(B) যৌন জনন
(C) পুনরুৎপাদন
(D) মাইক্রোপ্রোপাগেশন

39. স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয়, সেটি হল –
(A) বাহকের প্রয়োজন হয় না
(B) অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না
(C) একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে
(D) ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়

40. মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে তা হল –
(A) শৈশব
(B) পরিণত দশা
(C) বয়ঃসন্ধি
(D) বার্ধক্য

41. একটি সংকর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে কী ধরনের মটর গাছ উৎপন্ন হবে তা স্থির করো
(A) সকলেই খর্ব
(B) সকলেই দীর্ঘ
(C) 50% দীর্ঘ ও 50% খর্ব
(D) 25% পূর্ব ও 75% দীর্ঘ

42. পিতা থেকে পাওয়া কোন্ স্বাভাবিক গ্যামেটটি কন্যাসন্তান সৃষ্টির জন্য দায়ী?—
(A) 22A+Y
(B) 22A+X
(C) 44A+X
(D) 44A+ XX

43. প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোন্‌টি টেস্ট ব্রুস?
(A) TT x TI
(B) TT x Tt
(C) Tt x t
(D) tt x tt

44. হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা
(A) 75%
(B) 50%
(C) 100%
(D) 0%

45. α-গ্লোবিন জিন কত নং দেহ ক্রোমোজোমে থাকে?
(A) 11 নং
(B) 13 নং
(C) 16 নং
(D) 21 নং

46. আলোকের তীব্রতার প্রভাবে পদ্ম ফুলের প্রস্ফুটনকে বলে –
(A) ফোটোট্রপিক চলন
(B) ফোটোন্যাস্টিক চলন
(C) ফোটোট্যাকটিক চলন
(D) কেমোট্যাকটিক চলন

47. কোন্ অন্তঃক্ষরা গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয়? –
(A) পিটুইটারি
(B) থাইরয়েড
(C) অ্যাড্রিনাল
(D) হাইপোথ্যালামাস

48. যে বাকাটি সঠিক নয় সেটি চিহ্নিত করো –
(A) লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য বজায় রাখে
(B) সুষুম্নাশীর্ষক শ্বাসকার্যের নিয়ন্ত্রক কেন্দ্ররূপে কাজ করে
(C) গুরুমস্তিষ্ক বুদ্ধি, স্মৃতিশক্তির কেন্দরূপে কাজ করে
(D) মধ্যমস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে

49. প্যারামেসিয়ামের গমনাঙ্গ হল –
(A) সিলিয়া
(B) ফ্ল্যাজেলা
(C) মায়োটোম পেশি
(D) সিউডোপোডিয়া

50. কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমের মেরুবর্তী চলন দেখা যায়? –
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাবো
(D) টেলোফেজ