Science GK in Bengali Model Question Papers

Science GK Model Question Papers for the written examination is given below. Candidates who are looking for Science GK model question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Science General Knowledge Model Question Papers pdf. Free downloading links of the Science GK Model Question Papers are provided here. Click on the enclosed links to get the Science GK Model Question Papers PDF. Here, we provided the Science GK Model Question Papers just as a reference for the preparation.

Science GK in Bengali Model Question Papers

Model Question Papers in Bengali on Science GK

1. পৃথিবীতে সৃষ্ট ক্লোনিংজাত পথম প্রাণীটির নাম-
(A) জলি
(B) পলি
(C) মলি
(D) ডলি

2. সাধারণত মহাকাশযানে কোন্ শৈবালকে সঙ্গে দেওয়া হয়?
(A) নস্টক
(B) স্পাইরোগাইরা
(C) ক্লোরেলা
(D) ভলভক্স

3. আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়-
(A) ভরদ্বাজকে
(B) সুশ্রুতকে
(C) চরককে
(D) অশ্বিনীকুমারকে

4. প্রথম প্রাণীর ক্লোনিং করেন বিজ্ঞানী-
(A) আয়ান উইলমুট
(B) সিউয়েন বাইট
(C) ল্যামার্ক
(D) সেভিরিনো আস্তিনোরি

5. প্রাণীজগতের মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী শ্রেণিবিন্যাসের প্রবর্তক-
(A) ডারউইন
(B) অ্যারিস্টটল
(C) রবার্ট ফিৎসরয়
(D) ল্যামার্ক

6. শল্যচিকিৎসার জনক কাকে বলা হয়?
(A) অ্যারিস্টটল
(B) সুশ্ৰুত
(C) অশ্বিনীকুমার
(D) চরক

7. জীবজ প্রাণী বলতে বোঝায় যারা-
(A) ডিম পাড়ে
(B) চলনে সক্ষম
(C) চলনে অক্ষম
(D) বাচ্চা প্রসব করে

8. পৃথিবীতে যে প্রাণীটি প্রথম ক্লোনিং-এর ফলে সৃষ্টি হয়, সেটি হল-
(A) কুকুর
(B) গরু
(C) ভেড়া
(D) বিড়াল

9. স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির মিনিটে শ্বাসগতি-
(A) ১২ বার
(B) ১৮ বার
(C) ১৪ বার
(D) ২১ বার

10. চোখে তীব্র আলো পড়লে কোন্ প্রতিবর্ত ক্রিয়া দেখা যায় ?
(A) তারারন্ধ্রের সংকোচন
(B) তারারন্ধ্রের প্রসারণ
(C) তারারন্ধ্র অপরিবর্তিত
(D) কোনোটাই নয়

11. মানুষের দেহে দাদ, হাজা, চুলকানি ইত্যাদি চর্মরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী?
(A) লিমোনিয়া
(B) ফাইটোপথেরা
(C) জিয়ার্ডিয়া
(D) অ্যাসপারজিলাস

12. মানুষের শরীরে যে রক্ত চলাচল করে, কে তা আবিষ্কার করেন?
(A) জেনার
(B) এসালস
(C) উইলিয়াম হার্ভে
(D) নিস্টার

13. সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(A) পুনা
(B) মহীশূর
(C) নতুন দিল্লি
(D) নৈনিতাল

14. ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত?
(A) মহীশূর
(B) কলকাতা
(C) দেরাদুন
(D) কুলু

15. ঝালাই-এর কাজে ব্যবহৃত গ্যাসটির নাম কী ?
(A) অ্যাসিটিলিন
(B) ক্লোরোফর্ম
(C) ইথিনিন
(D) মিথেন

16. কালো সিসা কাকে বলা হয়?
(A) কোক
(B) কার্বন
(C) গ্রাফাইট
(D) ভুসোকালি

17. খাবার সুস্বাদু করতে ব্যবহৃত হয় কোনটি?
(A) সোডিয়াম ক্লোরাইড
(B) ইথানল
(C) ফর্মিক অ্যাসিড
(D) ভিনিগার

18. কৌন্‌টি অগ্নিনির্বাপক হিসাবে কাজ করে?
(A) CO2
(B) CO
(C) SO2
(D) O2

19. বনস্পতি ঘি তৈয়ারিতে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
(A) নাইট্রোজেন
(B) হাইড্রোজেন
(C) সালফার ডাইঅক্সাইড
(D) অ্যামোনিয়া

20. ‘প্লাস্টিক’ কার পলিমার যৌগ?
(A) প্রোপিলিন
(B) ইথিলিন
(C) অ্যানিলিন
(D) অ্যাসিটিলিন

Bengali Science GK Old Papers
Objective Questions Previous Papers
MCQs Sample Question
Mock Test Model Set
Important Question

21. স্টোরেজ ব্যাটারীতে কোন্ ধাতন পদার্থটি ব্যবহৃত হয়?
(A) জিঙ্ক
(B) লোহা
(C) তামা
(D) সিসা

22. L.P.G. কীসের মিশ্রণ ?
(A) ইথেন ও হেক্সেন
(B) ইথেন ও মিথেন
(C) পেন্টেন, বিউটেন ও প্রোপেন
(D) প্রোপেন ও ইথিলিন

23. ন্যাপথলিন একটি-
(A) লঘু তেল
(B) মধ্যম তেল
(C) পেট্রোলিয়াম
(D) ভারী তেল

24. বেকিং সোডা কী নামে পরিচিত?
(A) সোডিয়াম কার্বনেট
(B) সোডিয়াম বাই কার্বনেট
(C) ক্যালসিয়াম কার্বনেট
(D) ক্যালসিয়াম সালফেট

25. কোন্ গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহৃত হয়?
(A) বিউটেন
(B) প্রোপেন
(C) মিথেন
(D) হেক্সেন

26. ফসফরাসের আণবিক সংকেত কোনটি?
(A) P1
(B) P2
(C) P3
(D) P4

27. ব্লিচিং পাউডারের সংকেত হল-
(A) Ca(Cl)OCL
(B) Cu(Cl)OCL
(C) Ca(OCL)Cl
(D) Ca(OCL)O2

28. ক্ষারীয় দ্রবণে ফেনলপথ্যালিনের বর্ণ হয়-
(A) লাল
(B) নীল
(C) কালো
(D) বর্ণহীন

29. নিউট্রনের আবিষ্কারক—
(A) গোল্টস্টাইন
(B) নিউটন
(C) ক্রুক্স
(D) স্যাডউইক

30. মহাকাশযানের জানলা প্রস্তুত করা হয় কীসের সাহায্যে?
(A) কাচ
(B) হীরক
(C) গ্রাফাইট
(D) কোনোটিই নয়

31. দইয়ের স্বাদ টক হয় কার উপস্থিতিতে?
(A) টারটারিক অ্যাসিড
(B) ল্যাকটিক অ্যাসিড
(C) তেঁতুল
(D) ভিনিগার

32. ক্যামেরার ফিল্মে থাকে—
(A) সিলভার ব্রোমাইড
(B) সিলভার নাইট্রেট
(C) সিলভার সায়ানাইড
(D) সিলভার ক্লোরাইড

33. পারদ কঠিন হয় কোন্ উষ্ণতায়?
(A) – ২০ ডিগ্রি সেন্টিগ্রেড
(B) –৩০ ডিগ্রি সেন্টিগ্রেড
(C) শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড
(D) –৩৯ ডিগ্রি সেন্টিগ্রেড

34. মানুষ কোন্ ধাতব পদার্থটি সর্বপ্রথম ব্যবহার করে?
(A) সোনা
(B) তামা
(C) ব্রোঞ্জ
(D) লোহা

35. বায়ুমণ্ডলে কোন গ্যাসটি পর্যাপ্ত পরিমাণে থাকে?
(A) হাইড্রোজেন
(B) অক্সিজেন
(C) হিলিয়াম
(D) নাইট্রোজেন

36. ব্যাটারিতে কোন্ অ্যাসিড ব্যবহৃত হয়?
(A) নাইট্রিক
(B) হাইড্রোক্লোরিক
(C) সালফিউরিক
(D) ফর্মিক

37. কার অভাবে বেরিবেরি রোগ হয়?
(A) ভিটামিন B
(B) আয়রন
(C) আয়োডিন
(D) হরমোন

38. টুথপেস্ট প্রস্তুতিতে নীচের কোন্‌টি সাধারণত ব্যবহৃত হয়?
(A) CaCl2
(B) MgCO3
(C) Ca(NO3)2
(D) MgCl2

39. নীচের কোন গ্যাসটি স্বচ্ছ চুন জলকে ঘোলাটে করে?
(A) CO2
(B) SO2
(C) NO2
(D) NH3

40. বেলুনে কী ধরনের গ্যাস থাকে?
(A) হিলিয়াম
(B) নাইট্রোজেন
(C) অক্সিজেন
(D) আর্গন

41. কাচের জানলায় ফাটল ধরলে ওই স্থান চকচকে করে, এর কারণ—
(A) আলোর বিক্ষিপ্ত প্রতিফলন
(B) আলোর প্রতিসরণ
(C) আলোর নিয়মিত প্রতিফলন
(D) আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

42. কোন্ বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
(A) লাল
(B) হলুদ
(C) বেগুনি
(D) সবুজ

43. কোন বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(A) লাল
(B) বেগুনি
(C) হলুদ
(D) সবুজ

44. একপশলা বৃষ্টির পরে রামধনু দেখা যায়—
(A) সূর্যের দিকে
(B) যে কোনো দিকে
(C) সূর্য না থাকলে
(D) সূর্যের বিপরীত দিকে

45. রেফ্রিজারেটরে কোন্ গ্যাস থাকে?
(A) অক্সিজেন, হাইড্রোজেন
(B) অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড
(C) হাইড্রোজেন, সালফার ডাইঅক্সাইড
(D) ফ্রিয়ন, অ্যামোনিয়া

46. বৈদ্যুতিক ঘণ্টায় কী চুম্বক ব্যবহৃত হয়?
(A) স্থায়ী চুম্বক
(B) প্রাকৃতিক চুম্বক
(C) ডাম্বেল চুম্বক
(D) অস্থায়ী চুম্বক

47. ট্রাফিক পুলিশ সাদা পোশাক পরে কেন?
(A) সূর্যরশ্মিকে শোষণ করে বলে
(B) সূর্যরশ্মিকে প্রতিফলিত করে বলে
(C) এই প্রথা বহুদিন ধরে চলে আসছে বলে
(D) দেখতে ভালো লাগে বলে

48. পর্বতে আরোহণ করার সময় কোনো ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
(A) গতিবেগ বৃদ্ধির জন্য
(B) পদস্খলন এড়াতে
(C) ভারসাম্য বজায় রাখতে
(D) অবসাদ কমাতে

49. প্রতিধ্বনি সৃষ্টির কারণ-
(A) শব্দের প্রতিফলন
(B) শব্দের প্রতিসরণ
(C) শব্দের বিক্ষেপ
(D) কোনোটিই নয়

50. অন্ধকার ঘরে থেকেও ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ চিনতে পারি-
(A) তীক্ষ্ণতার সাহায্যে
(B) গুণ বা জাতির সাহায্যে
(C) প্রাবল্যের সাহায্যে
(D) কম্পাঙ্কের পার্থক্যের সাহায্যে