Bengali GK | General Knowledge Questions Answers in Bengali

Bengali Life Science GK Model Question Papers

1. প্রতিকূল অভিকর্ষজ চলন পরিলক্ষিত হয় – (A) ক্যাকটাসের মূলে (B) টিউলিপ ফুলে (C) সুন্দরীর শ্বাসমূলে (D) পাতাশ্যাওলার পাতার কোশে 2. কোন্ হরমোন প্রয়োগ করে ফুলদানিতে ফুল দীর্ঘদিন সতেজ রাখা যায়? – (A) সাইটোকাইনিন (B) জিব্বেরেলিন (C) ফ্লোরিজেন (D) অ্যাবসাইসিক অ্যাসিড 3. ক্যালোরিজেনিক হরমোন হল – (A) STH (B) থাইরক্সিন (C) ACTH (D) GTH 4.

Bengali Science GK

1. পরাপরিস্রাবণ ঘটে নেফ্রনের কোন অংশে? (A) বাওম্যান ক্যাপসুল (B) দূরবর্তী সংবর্তনালিকা (C) হেনলির লুপ (D) গ্লোমেরুলাস 2. প্রতি মিনিটে বৃক্কে কত পরিমাণ মূত্র তৈরি হয়? (A) 0.5ml (B) 1ml (C) 2ml (D) 3ml 3. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কী বলে? (A) ফেবিয়া (B) পীতবিন্দু (C) ক্ষয়িষ্ণু বিন্দু (D) ব্লাইন্ড স্পট 4. একজন

Bengali Science GK Objective Question

1. ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কি? (A) এরেনকাইমা (B) ক্লোরেনকাইমা (C) প্রসেনকাইমা (D) ইডিওব্লাস্ট 2. কার্বলিক অ্যাসিডের অপর নাম কী? (A) ফরমিক অ্যাসিড (B) ফেনল (C) ইথালন (D) বেঞ্জিন 3. 176°F তাপমাত্রা = ? (A) 0°C (B) 4° C (C) 80° C (D) 85°C 4. ম্যাক সংখ্যা (Mach Number) কীসের বেগের সঙ্গে সংযুক্ত? (A) মহাকাশযান (B)

Bengali Science GK MCQ

1. কোশে জল ছাড়া আর কী সর্বাধিক পরিমাণে থাকে? (A) কার্বোহাইড্রেট (B) স্নেহপদার্থ (C) ক্ষার (D) কোনোটাই নয় 2. অ্যালজাইমার রোগ কোন্ ভিটামিনের অভাবে হয়? (A) A (B) E (C) C (D) B12 3. মানবদেহে কোন্ খাদ্যের দ্বারা নাইট্রোজেন সরবরাহ হয়? (A) প্রোটিন (B) ভিটামিন (C) শর্করা (D) চর্বি 4. মস্তিষ্কের কোন্ অংশ দ্বারা দেহের

Bengali Science GK Mock Test

1. ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোন্‌টি? (A) Hg (B) Mg (C) AL (D) Cl2 2. কোন্ কোন্ পদার্থের দ্বারা কাঁসা তৈরি? (A) Cu ও Zn (B) Cu, Su ও Mg (C) Cu ও Sn (D) Cu, Sn ও Al 3. কোন্ গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? (A) মিথেন (B) ইথেন (C) বিউটেন (D) প্রোপেন

Bengali Science GK Important Question Papers

1. S.I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? (A) কিলোমিটার (B) ডেকামিটার (C) মিটার (D) সেন্টিমিটার 2. ভৌত রাশি কয় প্রকার? (A) 5 (B) 3 (C) 4 (D) 2 3. কম্পাঙ্কের একক কী? (A) হার্জ (B) কেলভিন (C) অ্যাম্পিয়ার (D) ওহম্-মিটার 4. সর্বাধিক বিশুদ্ধ জলের ঘনত্ব কত? (A) 7°C (B) 0°C (C) 4°C (D) 3°C 5. পৃথিবীর

Bengali Science GK Old Question Papers

1. পর্ণমোচী বৃক্ষ হল- (A) আম (B) শাল (C) জাম (D) কাঁঠাল 2. আরশোলার বৈজ্ঞানিক নাম হল- (A) পেরিপ্লেনেটা আমেরিকানা (B) লেবিও রোহিটা (C) নিকটিটেটিং মেমব্রেন (D) কোনোটি নয় 3. আরশোলার কটি পুঞ্জাক্ষি আছে? (A) ২টি (B) ৪টি (C) ৩টি (D) ৬টি 4. আরশোলার কয়টি পা আছে? (A) ২টি (B) ৩টি (C) ৬টি (D) ৪টি

Bengali Science GK Previous Year Question Papers

1. সি. জি. এস. পদ্ধতিতে কার্যের চরম একক হল- (A) পাউন্ডাল (B) আর্গ (C) সেন্টিমিটার (D) ফুট-পাউন্ডাল 2. তড়িৎ-সরবরাহের যন্ত্রকে কি বলে? (A) ডায়নামো (B) জেনারেটর (C) স্টেবিলাইজার (D) কোনোটি নয় 3. আর্যভট্ট হলেন একজন- (A) ঐতিহাসিক (B) গণিতবিদ ও জ্যোতির্বিদ (C) লেখক (D) কোনোটি নয় 4. ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কাকে বলা হয়? (A)

Bengali Science GK Sample Question Papers

1. মানব দেহের ওপর বায়ুচাপ প্রায়- (A) ১৪ টন (B) ১৫.১ টন (C) ২০ টন (D) ২৫ টন 2. এক কৃত্রিম উপগ্রহের ভিতর কোনো বস্তু- (A) স্থির থাকে (B) দোদুল্যমান অবস্থায় থাকে (C) ভাসমান অবস্থায় থাকে (D) ঘূর্ণায়মান অবস্থায় থাকে 3. একজন মহাকাশচারীর কাছে বাইরের মহাশূন্য কেমন দেখায়? (A) সাদা (B) কালো (C) গাঢ় লাল

Science GK in Bengali Model Question Papers

1. পৃথিবীতে সৃষ্ট ক্লোনিংজাত পথম প্রাণীটির নাম- (A) জলি (B) পলি (C) মলি (D) ডলি 2. সাধারণত মহাকাশযানে কোন্ শৈবালকে সঙ্গে দেওয়া হয়? (A) নস্টক (B) স্পাইরোগাইরা (C) ক্লোরেলা (D) ভলভক্স 3. আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়- (A) ভরদ্বাজকে (B) সুশ্রুতকে (C) চরককে (D) অশ্বিনীকুমারকে 4. প্রথম প্রাণীর ক্লোনিং করেন বিজ্ঞানী- (A) আয়ান উইলমুট (B)