Bengali Science GK Important Question Papers

1. S.I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
(A) কিলোমিটার
(B) ডেকামিটার
(C) মিটার
(D) সেন্টিমিটার

2. ভৌত রাশি কয় প্রকার?
(A) 5
(B) 3
(C) 4
(D) 2

3. কম্পাঙ্কের একক কী?
(A) হার্জ
(B) কেলভিন
(C) অ্যাম্পিয়ার
(D) ওহম্-মিটার

4. সর্বাধিক বিশুদ্ধ জলের ঘনত্ব কত?
(A) 7°C
(B) 0°C
(C) 4°C
(D) 3°C

5. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত?
(A) – 1
(B) 1
(C) 0
(D) 100

6. S.I. পদ্ধতিতে চাপের একক কী?
(A) নিউটন
(B) প্যাস্কাল
(C) ডাইন
(D) ঘন ডাইন

7. কী ধরনের তাপ সূর্য থেকে পৃথিবীতে আসে?
(A) বিকীর্ণ তাপ
(B) লীন তাপ
(C) দুটোই
(D) কোনোটিই নয়

8. অপকেন্দ্র বলের অপর নাম কী?
(A) অলীক বল
(B) অভিকেন্দ্র বল
(C) অলৌকিক বল
(D) সমাপতিত বল

9. গভীরতা বাড়লে তরলের চাপ কী হয়?
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) প্রথমে কমে পরে বাড়ে

10. হিমমিশ্রের উষ্ণতা কত?
(A) 0°C
(B) – 23° C
(C) −1° C
(D) – 10° C

11. কোন্ যন্ত্রে অসদবিশ্বের সবিম্ব গঠন করা যায়?
(A) ক্যামেরা
(B) আতসকাচ
(C) চশমা
(D) পেরিস্কোপ

12. পৃথিবীতে সূর্যের আলো আসতে কতক্ষণ লাগে?
(A) ৪ মিনিট
(B) 9 মিনিট
(C) 8.5 মিনিট
(D) 10 মিনিট

13. সূর্যে শক্তি উৎপন্নের প্রক্রিয়াকে কী বলে?
(A) হাইড্রোজেনের সংযোজন
(B) ইউরেনিয়ামের সংযোজন
(C) হিলিয়ামের বিভাজন
(D) কোনোটিই নয়

14. ভূতাত্ত্বিকদের মতানুসারে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল?
(A) 4.6 বিলিয়ন
(B) 6.6 লক্ষ
(C) 3.6 লক্ষ
(D) 5.6 লক্ষ

15. ওপারিন জৈব রাসায়নিক তত্ত্ব দেন কত সালে?
(A) 1941
(B) 1940
(C) 1928
(D) 1942

16. গাছের কোন্ অংশ সূর্যালোক পায়?
(A) ক্লোরোপ্লাটিভ
(B) লিউকোপ্লাস্টিড
(C) ক্রোমোপ্লাস্টিড
(D) সাইতপ্লাস্টিড

17. পিনোসাইটোসিস পদ্ধতিতে কোন্ ধরনের খাদ্য গৃহীত হয়?
(A) অর্ধতরল খাদ্য
(B) কঠিন তরল খাদ্য
(C) তরল খাদ্য
(D) কঠিন খাদ্য

18. কয় ধরনের ব্যবস্থায় কোশচক্র নিয়ন্ত্রণ করা হয় ?
(A) 4 টি
(B) 3 টি
(C) 2 টি
(D) 1 টি

19. কোন্ অবস্থায় কোস বিভাজিত হতে পারে না?
(A) Go দশা
(B) G1 দশা
(C) G2 দশা
(D) G3 দশা

20. আত্মঘাতী থলি কাকে বলে?
(A) রাইবোজোম
(B) ডিকটিওজোম
(C) লাইসোজোম
(D) এন্ডোপ্লাজমিক জালিকা

Bengali Science GK Old Papers
Objective Questions Previous Papers
MCQs Sample Question
Mock Test Model Set
Important Question

21. অক্সিজেনবিহীন হরমোন কোন্‌টি?
(A) অক্সিন
(B) কাইনিন
(C) IAA
(D) জিব্বারেলিন

22. সংকটকালীন হরমোন কোন্‌টি?
(A) অ্যাড্রিনালিন
(B) গ্লুকাগন
(C) থাইরক্সিন
(D) কাইনিন

23. একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?
(A) পাঁচ লক্ষ
(B) দশ লক্ষ
(C) এগারো লক্ষ
(D) কুড়ি লক্ষ

24. কোথা থেকে ভিটামিন D তৈরি হয়?
(A) ফ্যাটি অ্যাসিড
(B) আর্গোস্টেরল
(C) অ্যামিনো অ্যাসিড
(D) কোলেস্টেরল

25. শ্রেণি বিন্যাসের মৌলিক একক কোনটি?
(A) প্রজাতি
(B) গণ
(C) শ্রেণি
(D) বর্গ

26. কোন্ প্রাণী অন্ত জরায়ুজ?
(A) তিমি
(B) হাঁস
(C) কাতলা
(D) হাঙ্গর

27. ‘ব্যবহার ও অব্যবহার’ সূত্রটি কে প্রবর্তন করেন?
(A) হেকেল
(B) হুগো দ্য ভিস
(C) ডারউইন
(D) ল্যামার্ক

28. Blatter Herborium কোথায় অবস্থিত?
(A) ঢাওয়াং
(B) গ্যাংটক
(C) মুম্বাই
(D) জামশেদপুর

29. মায়োলিন আবরণী কোথায় থাকে?
(A) অ্যাক্সন
(B) কোশদেহে
(C) ডেনড্রাইটে
(D) ডেনড্রন

30. কোন্ গাছের মূলে মূলরোম থাকে না?
(A) পদ্ম গাছ
(B) ক্যাকটাস
(C) সুন্দরী গাছ
(D) মটর গাছ

31. কোন্ গাছে ‘লুস স্মার্ট অফ হুইট’ দেখা যায় ?
(A) ধান
(B) গম
(C) আখ
(D) পাট

32. কোন্ গাছে রেসারপিন পাওয়া যায়?
(A) ধুতুরা
(B) সৰ্পগন্ধা
(C) বাসক
(D) সিঙ্কোনা

33. বংশগতির বিদ্যার জনক কে?
(A) মেন্ডেল
(B) দ্য ভিস
(C) ডারউইন
(D) ল্যামার্ক

34. সুপ্রজনন বিদ্যার জনক কে?
(A) ক্যারোলাস লিনিয়াম
(B) রবার্ট হুক
(C) রবার্ট ব্রাউন
(D) গ্রেগর জোহান মেন্ডেল

35. মানুষের দেহে একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল—
(A) হাত ও পায়ের নখ
(B) অ্যাপেনডিক্স
(C) মাথার চুল
(D) ক্ষুদ্রান্ত

36. কোন্ হরমোনের দ্বারা মহিলাদের প্রথম রজঃস্রাব শুরু হয়?
(A) প্রজোস্টেরন
(B) GTH
(C) টেস্টোস্টেরন
(D) MSH

37. ব্যাকটেরিয়া ঘটিত কোন্ রোগ কোন উদ্ভিদে দেখা যায়?
(A) ধান
(B) গম
(C) চা
(D) লেবু গাছ

38. বিয়োজক প্রাণী হল—
(A) মানুষ
(B) ব্যাকটেরিয়া
(C) ছোটো মাছ
(D) বড়ো মাছ

39. 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়?
(A) 4.1
(B) 4.9
(C) 9.1
(D) 9.7

40. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী?
(A) Tt
(B) Dt
(C) tt
(D) TT

41. কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে কী বলে?
(A) প্রফেজ
(B) ইন্টারফেজ
(C) মেটাফেজ
(D) অ্যানাফেজ

42. DNA-এর পিউরিন বেস কী?
(A) অ্যাডেনিন
(B) থাইনিন
(C) ইউরাসিল
(D) সাইটোসিন

43. কোন্‌টি সবচেয়ে হাল্কা ধাতু?
(A) Na
(B) Li
(C) Mg
(D) Be

44. রক্ত কী ধরনের মিশ্রণ?
(A) কলয়েড দ্রবণ
(B) প্রকৃত দ্রবণ
(C) সাসপেনশন
(D) কোনোটিই নয়।

45. দ্রাব্যতার একক কী?
(A) কিগ্রা/°C/সিসি
(B) গ্রাম/°C/সিসি
(C) গ্রাম/সিসি
(D) নির্দিষ্ট একক নেই শুধু সংখ্যা

46. বায়ুদূষণ কম ঘটে কোন্ জ্বলনে?
(A) পেট্রোল
(B) ডিজেল
(C) কেরোসিন
(D) CNG

47. শ্মশানের আলেয়া আসলে কোন্ গ্যাস?
(A) CH4
(B) C2H6
(C) C3H8
(D) CH3OH

48. HCI অ্যাসিডধর্মী কোন্ অবস্থায়?
(A) কঠিন
(B) জলীয় দ্রবণে
(C) গ্যাসীয়
(D) সমস্ত অবস্থাতে

49. কোন্‌টির জ্বলনে সবচেয়ে কম বায়ুদূষণ ঘটে?
(A) পেট্রোল
(B) CNG
(C) কেরোসিন
(D) ডিজেল

50. কোন পদার্থর দ্বারা ফটকিরি তৈরি হয়?
(A) ডিটারজেন্ট
(B) সাবান
(C) CuSO4
(D) (NH4)2SO4