Bengali Science GK Sample Question Papers
Bengali Science GK Sample Question Papers for the written examination is given below. Candidates who are looking for Bengali Science GK Sample question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Bengali Science General Knowledge Sample Question Papers pdf. Free downloading links of the Bengali Science GK Sample Question Papers are provided here. Click on the enclosed links to get the Bengali Science GK Sample Question Papers PDF. Here, we provided the Bengali Science GK Sample Question Papers just as a reference for the preparation.

Sample Question Papers in on Science GK in Bengali
1. মানব দেহের ওপর বায়ুচাপ প্রায়-
(A) ১৪ টন
(B) ১৫.১ টন
(C) ২০ টন
(D) ২৫ টন
2. এক কৃত্রিম উপগ্রহের ভিতর কোনো বস্তু-
(A) স্থির থাকে
(B) দোদুল্যমান অবস্থায় থাকে
(C) ভাসমান অবস্থায় থাকে
(D) ঘূর্ণায়মান অবস্থায় থাকে
3. একজন মহাকাশচারীর কাছে বাইরের মহাশূন্য কেমন দেখায়?
(A) সাদা
(B) কালো
(C) গাঢ় লাল
(D) গাঢ় নীল
4. একটি পেন্ডুলামের দৈর্ঘ্য হিগুণ করলে তার দোলনকাল-
(A) দ্বিগুণ হয়
(B) অর্ধেক হয়
(C) বেড়ে যায়
(D) কমে যায়
5. আলোকের স্বচ্ছ মাধ্যম কোনটি?
(A) কাচ
(B) মাটি
(C) কাঠ
(D) তৈলাক্ত কাগজ
6. সব ধরনের শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয়-
(A) তড়িৎশক্তিতে
(B) তাপশক্তিতে
(C) আলোকশক্তিতে
(D) শব্দশক্তিতে
7. বরফ গলে জল হলে আয়তনের কী পরিবর্তন হয়?
(A) বাড়বে
(B) কমবে
(C) একই থাকবে
(D) কোনোটিই নয়
8. পৃথিবীর উপগ্রহ হল-
(A) সূর্য
(B) চাঁদ
(C) নক্ষত্র
(D) তারা
9. ‘ডেসিবেল’ এককে কী মাপা হয়?
(A) আলোকের গতি
(B) তাপের প্রাবল্য
(C) শব্দের প্রাবল্য
(D) রেডিও তরঙ্গের কম্পাঙ্ক
10. এক হর্স পাওয়ার নীচের কোন্টির সমান?
(A) ৭৫০ ওয়াট
(B) ৭৪৮ ওয়াট
(C) ৭৩৬ ওয়াট
(D) ৭৪৬ ওয়াট
11. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তাকে কী নামে অভিহিত করা হয় ?
(A) বোধগম্য তাপ
(B) বিকীর্ণ তাপ
(C) লীন তাপ
(D) অবোধগম্য তাপ
12. রেডিয়াম কে আবিষ্কার করেন?
(A) ম্যাডাম কুরি
(B) সোলস
(C) জর্জ ইস্টম্যান
(D) গ্যালিলিও
13. বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেন?
(A) ভোল্টা
(B) জে. বি প্রিস্টলি
(C) ডিনামাইট
(D) কোল্ট
14. মাইক্রো ফিল্ম কে আবিষ্কার করেন?
(A) ম্যাক্স প্লাঙ্ক
(B) আলফ্রেড নোবেল
(C) ম্যাডাম কুরি
(D) ডক্টর ফ্রেডরিক
15. কোন্ দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ স্ফুটনিক আবিষ্কার করে?
(A) রাশিয়া
(B) আমেরিকা
(C) ভারত
(D) বাংলাদেশ
16. অন্ধদের লেখা-পড়ার পদ্ধতি কে আবিষ্কার করেন?
(A) লুই ব্রেইল
(B) গ্যাব্রিয়েল লিপম্যান
(C) জে. বি. প্রিস্টলি
(D) গ্রাহাম বেল
17. থিয়োরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন?
(A) আইনস্টাইন
(B) রোয়েন্টজেন
(C) কার্টরাইট
(D) এডিসন
18. টেলিস্কোপ কে আবিষ্কার করেন ?
(A) গ্যালিলিও
(B) নিউটন
(C) হেনরি ব্যাকারেল
(D) জর্জ আইনস্টাইন
19. অক্সিজেন কে আবিষ্কার করেন?
(A) জে. বি. প্রিস্টলি
(B) ম্যাডাম কুরি
(C) ম্যাক্স প্লাঙ্ক
(D) সি. ভি. রমন
20. ফাউন্টটেন পেন কে আবিষ্কার করেন?
(A) জেমস ওয়াট
(B) জেড, জানসেন
(C) ওয়াটারম্যান
(D) সোলস
Bengali Science GK | Old Papers |
Objective Questions | Previous Papers |
MCQs | Sample Question |
Mock Test | Model Set |
Important Question |
21. থার্মোমিটার কে আবিষ্কার করেন?
(A) এডিসন
(B) জি. মার্কনি
(C) ফারেনহাইট
(D) জগদীশচন্দ্র বসু
22. মোটরগাড়ি কে আবিষ্কার করেন?
(A) মার্কো পোলো
(B) হেনরি ফোর্ড
(C) লুই ব্রেইলি
(D) গ্যাব্রিয়েল লিপম্যান
23. জেনেটিক কোড কে আবিষ্কার করেন?
(A) সোলেস
(B) ডক্টর হরগোবিন্দ খুরানা
(C) গ্যালিলিও
(D) এডোয়ার্ড জেনার
24. বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(A) ব্যারোমিটার
(B) সোনোমিটার
(C) হাইড্রোমিটার
(D) ম্যানোমিটার
25. জগদীশচন্দ্র বসু কোন্টি আবিষ্কার করেন?
(A) ক্যালরিমিটার
(B) কার্ডিওগ্রাফ
(C) অল্টিমিটার
(D) ক্রেস্কোগ্রাফ
26. শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
(A) ক্রনোমিটার
(B) অডিওমিটার
(C) ব্যারোমিটার
(D) সিসমোগ্রাফ
27. ডুবোজাহাজ কে আবিষ্কার করেন?
(A) বুশওয়েল
(B) বুনসেন
(C) ক্যাভেন্ডিস
(D) এইচ. জে. ভাবা
28. তাপের একককে বলা হয়-
(A) ডাইন
(B) বার
(C) ক্যালরি
(D) নট
29. বল বা শক্তি-এর একককে বলে-
(A) নিউটন
(B) ডেসিবেল
(C) আর্গ
(D) কোনোটিই নয়
30. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(A) ক্রনোমিটার
(B) ক্রেস্কোগ্রাফ
(C) সিমোগ্রাফ
(D) অল্টিমিটার
31. একজন স্বাস্থ্যবান মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা কত?
(A) ৯০° ফারেনহাইট
(B) ৯২° ফারেনহাইট
(C) ৯৬° ফারেনহাইট
(D) ৯৮.৪° ফারেনহাইট
32. নীচের কোন্টিকে অপ্রচলিত শক্তির উৎস বলা হয়?
(A) জলবিদ্যুৎ
(B) কয়লা
(C) পেট্রোলিয়াম
(D) প্রাকৃতিক গ্যাস
33. শব্দ সর্বাপেক্ষা দ্রুততার সঙ্গে প্রবাহিত হয় কোন মাধ্যমে?
(A) বাতাস
(B) অ্যালকোহল
(C) স্টিল
(D) শূন্যতা
34. তাপবৃদ্ধির সঙ্গে শব্দের গতি-
(A) বৃদ্ধি পায়
(B) অপরিবর্তিত থাকে
(C) হ্রাস পায়
(D) পরিবর্তিত হয়
35. ড্রাই আইস হল-
(A) ঘনসম্বন্ধ কার্বন ডাইঅক্সাইড
(B) রঙিন মার্বেল পাথর
(C) কোনোটিই নয়
(D) ‘A’ ও ‘B’ দুটোই
36. ব্রোঞ্জের প্রধান উপাদান-
(A) নিকেল এবং ক্রোমিয়াম
(B) তাম্র এবং দস্তা
(C) সিসা এবং টিন
(D) তামা এবং টিন
37. ভিনিগারে কোন অ্যাসিড থাকে?
(A) সালফিউরিক
(B) অ্যাসেটিক
(C) হাইড্রোক্লোরিক
(D) কোনোটিই নয়
38. টাটকা তরিতরকারী রান্না করার কোন্ ধাতু অপরিবর্তিত থাকে?
(A) পটাসিয়াম
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) ক্যালশিয়াম
(D) কোনোটিই নয়
39. নীচের কোন্ ধাতুটি তেজস্ক্রিয় নয়?
(A) ইউরেনিয়াম
(B) রেডিয়াম
(C) থোরিয়াম
(D) প্লুটোনিয়াম
40. নীচের কোন্ গ্যাসটি সর্বাপেক্ষা হালকা?
(A) হাইড্রোজেন
(B) হিলিয়াম
(C) নাইট্রোজেন
(D) অক্সিজেন
41. নীচের কোন্টি লবঙ্গ তেলের গুরুত্বপূর্ণ উপাদান?
(A) মেন্থল
(B) বুজেনল
(C) মেথানল
(D) বেন্জালডিহাইড
42. কৃত্রিমভাবে ফল পাক’বার জন্য কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
(A) অ্যাসিটিলিন
(B) ইথেন
(C) বিউটেন
(D) মিথেন
43. পেট্রোলের আগুন কী দিয়ে নেভানো যায়?
(A) জল
(B) বায়ু
(C) কার্বন ডাইঅক্সাইড
(D) কোনোটিই নয়
44. রঞ্জন রশ্মি (X-ray) কে আবিষ্কার করেন?
(A) স্যামুয়েল মস
(B) গ্রাহাম বেল
(C) লুইস ব্রেইল
(D) রন্টজেন
45. মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্বের কথা কে আবিষ্কার করেন?
(A) নিউটন
(B) হেনরী ফোর্ড
(C) গ্যালিলিও
(D) কেউই নন
46. ‘হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস’ কে রচনা করেন?
(A) জগদীশচন্দ্র বসু
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) নাগার্জুন
(D) মেঘনাদ সাহা
47. কে প্রথম প্রমাণ করেন বায়ুর ওজন আছে?
(A) গ্যালিলিও
(B) বায়ুকল
(C) অধ্যাপক জুল
(D) অটোভন গেরিক
48. সুরের ক’টি কম্পাঙ্ক থাকে?
(A) ১টি
(B) ৩টি
(C) ২টি
(D) ৪টি
49. একজন নভশ্চর একটি উপগ্রহ করে বায়ুমণ্ডলে গিয়ে আকাশের কি রঙ দেখবে।
(A) লাল
(B) কালো
(C) সবুজ
(D) হলুদ
50. সাদা আলো কয়টি বিভিন্ন রং-এর আলোর সমষ্টি?
(A) ২টি
(B) ৪টি
(C) ৫টি
(D) ৭টি