Bengali Science GK Old Question Papers
Bengali Science GK Old Question Papers for the written examination is given below. Candidates who are looking for Bengali Science GK Old question paper can find in this section. To make it useful for the aspirants visiting our page we provided the direct link to download Bengali Science General Knowledge Old Question Papers pdf. Free downloading links of the Bengali Science GK Old Question Papers are provided here. Click on the enclosed links to get the Bengali Science GK Old Question Papers PDF. Here, we provided the Bengali Science GK Old Question Papers just as a reference for the preparation.

Old Question Papers on Science GK in Bengali
1. পর্ণমোচী বৃক্ষ হল-
(A) আম
(B) শাল
(C) জাম
(D) কাঁঠাল
2. আরশোলার বৈজ্ঞানিক নাম হল-
(A) পেরিপ্লেনেটা আমেরিকানা
(B) লেবিও রোহিটা
(C) নিকটিটেটিং মেমব্রেন
(D) কোনোটি নয়
3. আরশোলার কটি পুঞ্জাক্ষি আছে?
(A) ২টি
(B) ৪টি
(C) ৩টি
(D) ৬টি
4. আরশোলার কয়টি পা আছে?
(A) ২টি
(B) ৩টি
(C) ৬টি
(D) ৪টি
5. নিম্নের কোন্টি ভাজলে পপকর্ণ পাওয়া যায়?
(A) মটর
(B) গম
(C) ছোলা
(D) ভুট্টা
6. গমে কোন্ ভিটামিন আছে?
(A) A
(B) B
(C) C
(D) E
7. ধানে প্রচুর পরিমাণে আছে।
(A) গ্লূকোজ
(B) ভিটামিন
(C) শ্বেতসার
(D) প্রোটিন
8. নোনা জলের মাছ কোন্টি?
(A) কাতলা
(B) শোল
(C) রুই
(D) ভেটকি
9. মুসুর ডালে প্রচুর পরিমাণে কি থাকে?
(A) ভিটামিন
(B) ফ্যাট
(C) শ্বেতসার
(D) প্রোটিন
10. মৌচাকে কতরকম মৌমাছি থাকে?
(A) ২ রকম
(B) ৩ রকম
(C) ১ রকম
(D) ৫ রকম
11. নিম্নের কোন পাতা থেকে হাঁপানীর ওষুধ পাওয়া যায় ?
(A) তুলসী
(B) নিম
(C) কালমেঘ
(D) বাসক
12. মাকড়সার দেহ কয়টি অংশে বিভক্ত?
(A) ২টি
(B) ৪টি
(C) ৩টি
(D) ৫টি
13. তুলসী কি জাতীয় উদ্ভিদ?
(A) একবীজপত্রী উদ্ভিদ
(B) দ্বিবীজপত্র উদ্ভিদ
(C) বীরুৎ জাতীয় উদ্ভিদ
(D) দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ
14. কচ্ছপের পায়ে কয়টি আঙুল আছে?
(A) ২টি
(B) ৫টি
(C) ২টি
(D) ৬টি
15. চিংড়ির দেহে কয় জোড়া পা আছে?
(A) ২ জোড়া
(B) ৫ জোড়া
(C) ৪ জোড়া
(D) ৩ জোড়া
16. ভারতের প্রায় সর্বত্র নিম্নের কোন গাছটি দেখতে পাওয়া যায় ?
(A) বাসক
(B) সিনকোনা
(C) সৰ্পৰ্গন্ধা
(D) তুলসী
17. কোন্ প্রাণী দ্বিপদ গমনে সক্ষম?
(A) বাঁদর
(B) ছাগল
(C) গরু
(D) মানুষ
18. মানুষের মেরুদণ্ডে কটি হাড় থাকে?
(A) ২৩টি
(B) ৩৩টি
(C) ৪৩টি
(D) ১৩টি
19. মাটি কি জাতীয় পদার্থ?
(A) সরল পদার্থ
(B) জটিল পদার্থ
(C) যৌগিক পদার্থ
(D) জটিল, পরিবর্তনশীল মিশ্র পদ
20. একটি উপকারী ছত্রাক হল-
(A) ঈষ্ট
(B) অ্যাগারিকাস
(C) ফাইটোপথেরা
(D) কোনোটিই নয়
Bengali Science GK | Old Papers |
Objective Questions | Previous Papers |
MCQs | Sample Question |
Mock Test | Model Set |
Important Question |
21. নিম্নের কোন্ রোগটি এন্টামিবা দ্বারা সৃষ্টি হয়?
(A) বসন্ত
(B) আমাশয়
(C) জ্বর
(D) ম্যালেরিয়া
22. ঘর্মগ্রন্থি কোথায় থাকে?
(A) চোখে
(B) কানে
(C) জিহ্বায়
(D) ত্বকে
23. কোন্ আলো সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ ঘটায়?
(A) লাল
(B) কালো
(C) নীল
(D) সাদা
24. নিম্নের কোনটি বংশগত রোগ?
(A) থ্যালাসেমিয়া
(B) বসন্ত
(C) জ্বর
(D) ক্যান্সার
25. বংশগতির ধারক ও বাহক কাকে বলে?
(A) জিন
(B) নিউক্লিয়াস
(C) সেন্ট্রোজোম
(D) হিমোগ্লোবিন
26. ” প্রভৃগ্রন্থি কাকে বলে?
(A) থাইরয়েড
(B) অগ্ন্যাশয়
(C) পিট্যুইটারি
(D) কোনোটি নয়
27. কখন সালোকসংশ্লেষ ঘটে?
(A) সূর্যালোকের উপস্থিতিতে
(B) দিনের বেলা
(C) সূর্যালোকের অনুপস্থিতিতে
(D) রাতের বেলা
28. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিম্নের কোন্ উপজাত পদার্থ উৎপন্ন হয়?
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) কার্বন ডাইঅক্সাইড
(D) জল
29. অঙ্গার আত্তীকরণে শক্তির উৎস কি?
(A) চাঁদ
(B) গ্রহ
(C) সূর্য
(D) উপগ্রহ
30. কোন্ জাতীয় উদ্ভিদে বর্ষবলয় দেখা যায় ?
(A) গুল্ম
(B) বীরুৎ
(C) বহুবর্ষজীবী
(D) দ্বিবীজপত্রী
31. বর্ষবলয়ের সাহায্যে গাছ সম্পর্কে কি জানা যায়?
(A) গাছের উচ্চতা
(B) গাছের ওজন
(C) গাছের বয়স
(D) গাছের বৃদ্ধি
32. অক্সিন কি?
(A) প্রাণী হরমোন
(B) প্রোটিন
(C) উদ্ভিদ হরমোন
(D) ফ্যাট
33. নিম্নের কোন্টিকে আপৎকালীন হরমোন বলে?
(A) অ্যাড্রিনালিন
(B) অক্সিটোসিন
(C) প্রস্টাগ্ল্যান্ডিন
(D) ইরেপসিন
34. প্রাণীজাত হরমোন কোনটি?
(A) ইথিলিন
(B) অ্যাড্রিনালিন
(C) সাইটোকাইনিন
(D) কোনোটি নয়
35. হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে?
(A) ডায়াস্টোল
(B) পেরিস্টলসিস
(C) সিস্টোল
(D) কোনোটি নয়
36. সীভনল কোথায় থাকে?
(A) ফ্লোয়েম
(B) রজন নালী
(C) জাইলেম
(D) কোনোটি নয়
37. কোন্ রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন ?
(A) লোহিত কণিকা
(B) অনুচক্রিকা
(C) শ্বেতকণিকা
(D) কোনোটি নয়
38. কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
(A) A
(B) B
(C) AB
(D) O
39. কোন প্রাণীর রক্তে রঞ্জক পদার্থ থাকে
(A) কেঁচো
(B) ছাগল
(C) বাঘ
(D) বাঁদর
40. আয়োডিনের অভাবে কি রোগ হয়?
(A) ম্যালেরিয়া
(B) টিবি
(C) গলগণ্ড
(D) ক্যান্সার
41. প্রোটিন জাতীয় খাদ্যের মূল উপাদান কোনটি?
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) কার্বোহাইড্রেট
(C) নাইট্রোজেন
(D) অক্সিজেন
42. কোনটি সুষম খাদ্য?
(A) ডিম
(B) দুধ
(C) ডাল
(D) মাছ
43. বায়ুমণ্ডলের অক্সিজেনের উৎস কি?
(A) O2
(B) CO2
(C) NO2
(D) H2O
44. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে
(A) ১০ মিনিট
(B) ৭.৫ মিনিট
(C) ৮.২ মিনিট
(D) ৯.২ মিনিট
45. পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে অবস্থান করে করে
(A) ৪ জানুয়ারি
(B) ২ জানুয়ারি
(C) ৩ জানুয়ারি
(D) ১ জানুয়ারি